Tanjin Tisha: 'মত্ত মহিলা', 'বোতল কোথায়'! জন্মদিনের ছবি দিতেই তুমুল ট্রোল! তিশার সঙ্গী বিতর্ক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tanjin Tisha: যাবতীয় বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সম্প্রতি নিজের জন্মদিন পালনের ছবি নেটমাধ্যমে ভাগ করে নেন তিশা। সেই পোস্টের পরেই তুমুল কটাক্ষের মুখে পড়েন তিনি।
advertisement
1/5

একটি ভিডিও। আর তাতেই যেন ওলটপালট হয়ে গেল অনেক কিছু। বিগত কয়েক দিনে ট্রোল-কটাক্ষই তাঁর সঙ্গী। বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছিল বেশ কয়েকটি ভিডিও। যেখানে বাংলাদেশের একাধিক নায়িকার ব্যক্তিগত কিছু কথোপকথন, মুহূর্ত সামনে আসে।
advertisement
2/5
সেই তালিকায় ছিলেন তানজিন তিশাও। রাজের প্রোফাইল থেকে তাঁরও একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে লিফটের মধ্যে কোনও এক ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে শোনা যায় তাঁকে। তিশা কার সঙ্গে কথা বলছিলেন, তা যদিও সামনে আসেনি। তবে অনেকেই দাবি করেন, সেই সময় নাকি মত্ত অবস্থায় ছিলেন তিশা। ভিডিওয় অভিনেত্রীর 'অসংলগ্ন' কথাবাার্তাই নাকি তার প্রমাণ।
advertisement
3/5
সেই বিতর্ক নিয়ে কথাও বলেছেন তিশা। জানিয়েছেন, এই ঘটনাটির নেপথ্যে যে বা যাঁরা, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তিনি। যাবতীয় বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সম্প্রতি নিজের জন্মদিন পালনের ছবি নেটমাধ্যমে ভাগ করে নেন তিনি।
advertisement
4/5
সেই পোস্টের পরেই তুমুল কটাক্ষের মুখে পড়েন তিশা। কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। জনৈক নেটিজেন অভিনেত্রীকে 'মদখোর' তকমা দিয়ে দিয়েছেন। আবার অন্য জনের টিপ্পনি, 'মাতাল মহিলা। লজ্জা নেই। সং সেজে ঘোরে।'
advertisement
5/5
শুধু তাই নয়। একজন আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, 'বোতল কই?'। রাজের প্রসঙ্গে তুলে কটাক্ষ করতেও পিছপা হননি নেটিজেনরা। তবে নেতিবাচকতাকে তোয়াক্কা না করেই নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিশা।