Katrina Kaif Birthday: শ্বশুরবাড়ি আর বাপেরবাড়ির একাধিক ছবিতে ঘরোয়া ক্যাটরিনার হদিশ, রইল অদেখা ছবিগুলি
- Published by:Teesta Barman
Last Updated:
Happy Birthday Katrina Kaif: তাঁর বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির কিছু অদেখা ছবি তুলে ধরা যাক।
advertisement
1/10

বিয়ের পর প্রথম জন্মদিন। ক্যাটরিনা কইফে স্বামী ভিকি কৌশল স্ত্রীকে নিয়ে উড়ে গিয়েছেন মলদ্বীপে। সেখানেই জন্মদিন পালন করবেন ৩৯ বছরের 'চিকনি চামেলি'।
advertisement
2/10
সেই উপলক্ষে তাঁর বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির কিছু অদেখা ছবি তুলে ধরা যাক। নিজের মা সুজান টারকোয়াটের সঙ্গে বার্থডে গার্ল।
advertisement
3/10
ছবিটি মাতৃদিবসে তোলা। ক্যাটরিনা তাঁর স্বামী ভিকি এবং শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে ছবি তুলেছেন।
advertisement
4/10
ক্যাটরিনার মা ব্রিটিশ। সুজানের ৭০তম জন্মদিনে চকোলেট কেক কেটে পালন করেছিলেন তাঁর কন্যা।
advertisement
5/10
ক্যাটরিনারা সাত বোন এবং ভাই। তবে তাঁকে সব থেকে বেশি দেখা যায় ছোট বোন ইসাবেল কইফের সঙ্গে। মা এবং বোনের সঙ্গে বলি নায়িকা।
advertisement
6/10
ইসাবেল ইতিমধ্যে দিদির সাহায্যে বলিউডেও পা রেখেছেন। বলি নায়ক পুলকিত সম্রাটের সঙ্গে সুস্বাগতম খুশামাবিদ ছবিতে অভিনয়ও করেছেন মডেল।
advertisement
7/10
ইসাবেল এবং ক্যাটরিনার বয়সের পার্থক্য ৯ বছরের হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব সব থেকে বেশি। লকডাউনের সময়ে দুই বোন একসঙ্গেই থাকতেন।
advertisement
8/10
দুজনেই এখন বলিউডের অভিনেত্রী। যদিও দিদির মতো সাফল্য পাননি ইসাবেলা। কিন্তু তিনি প্রায় ১৪ বছর বয়স থেকে মডেলিং করছেন। তার পর অভিনয় নিয়ে পড়াশোনাও করেছেন।
advertisement
9/10
ক্যাটরিনার মা ব্রিটিশ এবং বাবা কাশ্মীরি মুসলিম। মা ছিলেন আইনজীবী এবং বাবা ব্যবসায়ী।
advertisement
10/10
ছোট্ট ক্যাটরিনা আর সুজানের ছবিগুলি বড়ই আদুরে।