TRENDING:

সিঁদুরে ভরল সিঁথি, মুখে একগাল হাসি! বিয়ে করলেন 'ফুলকি'র অভিনেত্রী, রইল বিয়ের সব ছবি

Last Updated:
বছর শেষে গাঁটছড়া বাঁধলেন টেলিভিশন জগতের অতন্ত্য পরিচিত মুখ স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডলের। ২৭ নভেম্বর চার হাত এক হল তাঁদের।
advertisement
1/10
সিঁদুরে ভরল সিঁথি, মুখে একগাল হাসি! বিয়ে করলেন 'ফুলকি'র অভিনেত্রী, রইল বিয়ের সব
টলিপাড়া জুড়ে বিয়ের সানাই। বছর শেষে গাঁটছড়া বাঁধলেন টেলিভিশন জগতের অতন্ত্য পরিচিত মুখ স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডলের। ২৭ নভেম্বর চার হাত এক হল তাঁদের।
advertisement
2/10
'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের বড় ছেলে এবং বড় বৌমা হিসেবে অভিনয় করতে গিয়েই তাঁদের আলাপ। তারপর সেই আলাপ ক্রমে বন্ধুত্ব থেকে ভালবাসায় পরিণত হয়।
advertisement
3/10
২৬ নভেম্বর পরিবারের সদস্য ও ইন্ড্রাস্টির বন্ধুদের নিয়ে সেরেছিলেন আংটি বদল, সঙ্গে ছিল সঙ্গীতেরও আয়োজন। উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য-সহ লক্ষ্মী কাকিমার পুরো টিম।
advertisement
4/10
অগ্রহায়ণের সন্ধ্যায় স্বর্ণদীপ্ত-অর্পিতা সাতপাকে বাঁধা পড়ল। বাঙালি সাজে সেজে উঠেছিলেন তারকা দম্পতি। পঞ্জাবি-ধুতি সঙ্গে মাথায় টোপর পড়ে বরের সাজে স্বর্ণদীপ্ত। অন্যদিকে, লাল টুকটুকে বেনারসী, সঙ্গে মানানসই গয়নায় রাঙা বউ অর্পিতা।
advertisement
5/10
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার সব পরিচিত মুখ। সাদা শাড়ি সঙ্গে ভারী গয়নায় সেজে উঠেছিলেন অপরাজিতা।
advertisement
6/10
বর-কনের সঙ্গে ছবি তুলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
advertisement
7/10
পাশাপাশি দিব্যানী ওরফে ফুলকিও উপস্থিত ছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়েতে। নিজের স্টোরিতে ছবি শেয়ার করে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
8/10
তাঁদের বিয়েতে এসেছিলেন কৌশাম্বী চক্রবর্তীও। স্যোশাল মিডিয়ায় তিনিও ভাগ করে নেন ছবি।
advertisement
9/10
এসেছিলেন অনিন্দিতা রায় চৌধুরি ও সুদীপ সরকারও। ৩০ নভেম্বর তাঁদের বউভাতের অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।
advertisement
10/10
স্বর্ণদীপ্ত ঘোষ বর্তমানে 'তুমি যে আমার মা' ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে 'ফুলকি'তে জমিয়ে কাজ করছেন অর্পিতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
সিঁদুরে ভরল সিঁথি, মুখে একগাল হাসি! বিয়ে করলেন 'ফুলকি'র অভিনেত্রী, রইল বিয়ের সব ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল