স্ত্রী নির্যাতনে অভিযুক্ত করণের সঙ্গে সম্পর্ক চারুর? সুস্মিতার ভাইয়ের দাবিতে তোলপাড়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
চারু একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন একটি পুরুষের হাতে আর কোনও অস্ত্র থাকে না, সে তখন মহিলার চরিত্রে কালি ছেটাতে শুরু করে।
advertisement
1/13

২০১৯ সালে চারু অসোপার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। বিয়ের আগে থেকেই সমস্যা চলছিল তাঁদের। বিবাদে বিরতি টেনে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের পরও সেই সমস্যা মেটেনি। ২০২০ সাল থেকেই বেশির ভাগ সময়ে আলাদা থেকেছেন তাঁরা। বারবার এক হয়েছেন, আবার আলাদা হয়েছেন। এবারে তাঁদের দাম্পত্যকলহ তিক্ততায় ভরে উঠেছে। প্রকাশ্যে আসছে নানা ধরনের অভিযোগ।
advertisement
2/13
সম্প্রতি রাজীব অভিযোগ করেন, তাঁর স্ত্রী অভিনেতা করণ মেহরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সেই করণ যাঁর প্রাক্তন স্ত্রী তাঁর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন। এমনকি হাজতবাসও হয়েছিল করণের।
advertisement
3/13
করণ এবং তাঁর স্ত্রী, নিশা রাওয়ালের দাম্পত্যকলহ প্রকাশ্যে এসেছিল বছরখানেক আগে। নিশার রক্তাক্ত অবস্থায় ক্যামেরার সামনে এসে সব কথা জানিয়েছিলেন। তার পর ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান। নিশাও দাবি করেছিলেন, করণ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।
advertisement
4/13
কিন্তু এবার তাঁর সঙ্গে চারুর নাম জড়ানোয় রাজীবের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন বলে হুমকি দিয়েছেন করণ। তিনি জানান, রাজীবের এই মন্তব্যের পর চারু নাই করণকে একটি মেসেজ পাঠান ক্ষমা চেয়ে।
advertisement
5/13
চারুও একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন একটি পুরুষের হাতে আর কোনও অস্ত্র থাকে না, সে তখন মহিলার চরিত্রে কালি ছেটাতে শুরু করেন। চারুর কথায়, 'কিসের ভিত্তিতে রাজীব এমন অভিযোগ তুলল, এটাই ভেবে পাচ্ছি না। কতটা নীচে নেমে গিয়েছে সে!"
advertisement
6/13
করণের সঙ্গে একবার একটি ভিডিও শেয়ার করেছিলেন চারু। অভিনেত্রীর বক্তব্য, "সেই ভিডিওটি করা হয়েছিল পেশাগত কারণে। আরও অনেক সেলিব্রিটি ছিল সেই অনুষ্ঠানে, কীভাবে সেটা দেখে রাজীবের মনে হল যে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে?"
advertisement
7/13
মেয়ে জিয়ানার জন্য বিবাহবিচ্ছেদ করবেন না বলে স্থির করেছিলেন রাজীব এবং চারু। কিন্তু তাতেও বিয়ে টেকানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন অভিনেত্রী। চারু সম্প্রতি জানিয়েছেন, তাঁর স্বামী রাজীব তাঁর গায়ে হাত তোলেন। এমনকি চারুর সন্দেহ, রাজীব নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।
advertisement
8/13
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে চারু জানান, রাজীব তাঁদের বিয়ের সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং যখন পরিবারের তাঁকে প্রয়োজন ছিল, তিনি ছিলেন না। মাঝে মাঝেই কয়েক সপ্তাহ বা মাসের জন্য উধাও হয়ে যেতেন রাজীব। চারুর বক্তব্য, তিনি তাঁদের বিয়েকে আরও আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত এবং খুব তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদের আইনি কাজকর্ম আবার শুরু করবেন।
advertisement
9/13
সাক্ষাৎকারে চারু জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন রাজীব। চারু বলেন, ''বিকানেরে কয়েক মাস থাকার পর, আমি মুম্বই ফিরে আসি এবং আমার গর্ভাবস্থার বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছি। রাজীব পূর্ব গোরেগাঁও থেকে বান্দ্রার জিমে যেতেন সকাল ১১ টা। বাড়ি ফিরতেন রাত ৭টা, ৮টা, ৯টায়। কোনও কোনও দিন তো রাত ১১টাতেও বাড়ি ফিরেছেন।’’
advertisement
10/13
চারুর দাবি, তিনি যখন তাঁর স্বামীকে প্রশ্ন করতেন, এত সময় কেন লাগে, তখন রাজীব বলতেন, ‘‘আমি ম্যাপে দেখে নিই রাস্তায় যানজট আছে কি না। যানজট থাকলে আমি বান্দ্রার কাফেতে ঢুকে কফিতে চুমুক দিয়ে অপেক্ষা করতে থাকি কখন যানজট কমে! তারপর বাড়ির উদ্দেশে রওনা দিই।’’
advertisement
11/13
চারু দাবি করেছেন, প্রথম প্রথম তিনি এ সব বিশ্বাস করতেন। রাজীব নাকি তাঁকে বলতেন, তিনি গাড়িতে ঘুমিয়েছেন। কিন্তু একবার রাজীব কিছু না বলে দিল্লি চলে যান। সে বারই তিনি রাজীবের জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে এমন কিছু নথি পান, যা থেকে বুঝতে পারেন তাঁকে প্রতারণা করা হচ্ছে, এমনই দাবি করেছেন চারু আসোপা।
advertisement
12/13
চারুর দাবি, লকডাউনের সময়ে তিনি সম্পূর্ণ একা ছিলেন। রাজীব উধাও হয়ে গিয়েছিলেন সে সময়ে। একাধিক বার রাজীব তাঁর স্ত্রীর গায়ে হাত তুলেছেন বলেও দাবি উঠেছে। শুধু তা-ই নয়, চারু যখন ধারাবাহিকে অভিনয় করতেন, রাজীব তাঁর সহ-অভিনেতাদের মেসেজ করতেন, তাঁরা যেন চারুর থেকে দূরে থাকেন। চারুকে সন্দেহ করতেন রাজীব। এদিকে চারুর সন্দেহ, রাজীব আসলে নিজে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু প্রমাণ করার মতো কোনও অস্ত্র তাঁর কাছে নেই।
advertisement
13/13
চারুর কথায়, ''বিচ্ছেদ না করার সিদ্ধান্তটা মস্ত ভুল। যদি এই সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে পরিস্থিতি আর কুৎসিত হয়ে যাবে। জিয়ানার জন্যেও এই সম্পর্কটি ভেঙে যাওয়া উচিত। আমি আমার পরিবারকে সবটা জানানোর পর সবাই বলেছে যে বিচ্ছেদই একমাত্র রাস্তা। আমি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করব। আশা করি রাজীব এই সিদ্ধান্তে ব্যাঘাত সৃষ্টি না করে মেনে নেবে। আমি খোরপোশও চাই না। আর টেনে নিয়ে যেতে চাই না এই সম্পর্কটাকে। ইতিমধ্যেই সাড়ে তিন বছর নষ্ট করে ফেলেছি।''