TRENDING:

১১ সম্পর্কের পরেও সিঙ্গল, লেগে গিয়েছে ‘গোল্ড ডিগার’ তকমা! ২ সন্তানের মা এই নায়িকার দাবি- 'আমার জীবনে...'

Last Updated:
Bollywood Actress Affairs : রোহমান শলের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবর আসতেই ভেঙে পড়েছিলেন ভক্তরা। তবে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে, ফের প্রাক্তন রোহমানের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা।
advertisement
1/7
১১ সম্পর্কের পরেও সিঙ্গল, লেগে গিয়েছে ‘গোল্ড ডিগার’ তকমা!২ সন্তানের মা এই নায়িকা
বর্তমানে কেরিয়ারের শিখরে রয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। আর্যা এবং তালি-র মতো সিরিজ কিংবা ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন তিনি। অথচ মাত্র ২৪ বছর বয়সে তাঁকে শুনতে হয়েছে যে, তিনি তাঁর কেরিয়ারকে গুরুত্ব দিচ্ছেন না। আসলে সন্তানের শারীরিক অসুস্থতার জন্য অক্ষয় কুমারের সঙ্গে দুটি ছবির অফার ছাড়তে হয়েছিল তাঁকে।
advertisement
2/7
বর্তমানে তিনি দুই কন্যাসন্তানের জননী। বিবাহ সম্পর্কে এখনও জড়াননি। তবে বহু প্রখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। এতক্ষণে নিশ্চয়ই সকলেই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের।
advertisement
3/7
রোহমান শলের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবর আসতেই ভেঙে পড়েছিলেন ভক্তরা। তবে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে, ফের প্রাক্তন রোহমানের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। তবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে সেই বিষয়টা সকলের সামনে স্পষ্ট ভাবে তুলে ধরলেন অভিনেত্রী। সুস্মিতা জানান যে, তিনি বিগত ২ বছর ধরে সিঙ্গল রয়েছেন। আর তাঁর অনেক ভাল বন্ধু রয়েছেন। তবে কারও সঙ্গেই সম্পর্কে জড়াননি তিনি।
advertisement
4/7
HT-র প্রতিবেদনে বলা হয়েছে যে, সুস্মিতার বক্তব্য, “আমার জীবনে কোনও পুরুষ নেই। বেশ কিছু সময় ধরেই আমি সিঙ্গেল। আর প্রায় বিগত ২ বছর ধরেই আমি সিঙ্গেল। আমি কোনও প্রেমের সম্পর্কে নেই। আমার জীবনে দারুণ সব মানুষ রয়েছেন, যাঁরা আমার বন্ধু। আর তাঁরা আমার কাছ থেকে একটা ফোন কলের আশায় থাকেন। তাঁদের আশা, আমি ফোন করে বলব যে, আমি গাড়ি বার করে আসছি। তোমরা আমার গাড়িতে উঠে পড়ো। আমরা গোয়া যাচ্ছি।”
advertisement
5/7
আসলে প্রেমের সম্পর্কে জড়ানো থেকে একপ্রকার বিরতি নিয়েছেন সুস্মিতা। প্রাক্তন বিশ্বসুন্দরীর কথায়, “এই মুহূর্তে আমার কারও প্রতিই আর আগ্রহ নেই। একটা বিরতি নেওয়া অত্যন্ত ভাল। কারণ আমি ৫ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলাম। এটা দীর্ঘ সময়।”
advertisement
6/7
সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক নিয়ে আগেও বেশ চর্চা হয়েছে। প্রায় ১১ জন নামীদামি ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। এঁদের মধ্যে অন্যতম হলেন সঞ্জয় নারঙ্গ, রণদীপ হুডা, মুদস্সর আজিজ, ওয়াসিম আক্রম। এরপর ২০২২ সালে ললিত মোদির সঙ্গে সুস্মিতার ছবি ভাইরাল হয়ে যায়।
advertisement
7/7
নেটিজেনরা সেই সময় সুস্মিতাকে প্রচুর ট্রোল করে তাঁকে ‘গোল্ড ডিগার’ বলে দাগিয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গে সুস্মিতার সঙ্গে মজাও করেন রিয়া চক্রবর্তী। তিনি বলেন যে, “আপনি কি জানেন আপনার থেকেও বড় গোল্ড ডিগার এই ঘরে রয়েছেন?” জবাবে সুস্মিতা বলেন, “সত্যিই?” রিয়া তখন নিজেকেই ‘সবথেকে বড় গোল্ড ডিগার’-এর তকমা দেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
১১ সম্পর্কের পরেও সিঙ্গল, লেগে গিয়েছে ‘গোল্ড ডিগার’ তকমা! ২ সন্তানের মা এই নায়িকার দাবি- 'আমার জীবনে...'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল