Sunny Leone: তারকা বলি অভিনেত্রীর নাম ছিল করনজিত কউর ভোহরা! পরে বদলাতে হয় নাম, খেতে হয় মা-এর বকাও, চিনতে পারলেন?
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Sunny Leone: বলিউডের এক বিখ্যাত অভিনেত্রীর আসল নাম খুব কম মানুষই জানেন। তাঁর কেরিয়ারের শুরুতে এমন কিছু ঘটেছিল, যার কারণে তাঁকে নিজের নাম বদলাতে হয়েছিল। কোন তারকা বলি অভিনেত্রীর বিষয়ে বলা হচ্ছে, এবং কেন তাঁকে নাম বদলাতে হয়েছিল জানুন...
advertisement
1/8

বলিউডের অনেক তারকাই তাঁদের নাম বদলেছেন। এই তালিকায় রয়েছে অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণীর মতো নাম। কিয়ারার আসল নাম ছিল আলিয়া। একইভাবে, আরও একজন অভিনেত্রী আছেন যাঁকে নিজের নাম পরিবর্তন করতে হয়েছিল। তবে তিনি নাম বলিউডের জন্য নয়, বরং কাজের জন্য বদলেছিলেন।
advertisement
2/8
সিনেমার জগতে পা রাখার আগে তিনি কাজ খুঁজছিলেন, তখনই নাম বদলাতে হয়। সেই অভিনেত্রীর ছোটবেলার নাম ছিল ‘করনজিত কউর ভোহরা’, এবং এখন তিনি পরিচিত সানি লিওন নামে। সানি লিওনের জন্ম কানাডায়।
advertisement
3/8
মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি নিজেই তাঁর নাম পরিবর্তনের গল্প শুনিয়েছিলেন। তখন সানি আমেরিকায় ছিলেন। একটি ম্যাগাজিনে কাজের জন্য সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। সাক্ষাৎকার নেওয়ার সময় তাঁকে বলা হয়েছিল যে তাঁর নামটা অনেক বড়, এবং তিনি অন্য কোনও নাম বলতে পারেন কি না। এ কথা শুনে সানি বিভ্রান্ত হয়ে যান এবং ভাবতে থাকেন তিনি কী নাম ব্যবহার করবেন।
advertisement
4/8
সেই সময় সানি অন্য একটি কাজও করছিলেন, এবং সেখানে দেরি হওয়া এড়াতে তাড়াহুড়ো করে নিজের ভাইয়ের ডাকনাম ‘সানি’ বেছে নেন এবং বলেন, লাস্ট নেম আপনারা যেটা ইচ্ছা লিখে নিন। তাঁর ভাইয়ের নাম ছিল সন্দীপ সিং। এইভাবেই 'করনজিত কউর ভোহরা' থেকে হয়ে যান সানি লিওন।
advertisement
5/8
মায়ের বকাঝকানাম পরিবর্তন হয়ে গেলেও তাঁর মা তখনও তা জানতেন না। কিন্তু যখন তাঁর মা জানলেন, তিনি এই নামটি একেবারেই পছন্দ করেননি। তিনি সানি নামকে ঘৃণা করতেন। সানি লিওনের মা তাঁকে প্রশ্ন করেছিলেন, “সব নামের মধ্যে এই নামটাই তোমার রাখতে হল?”
advertisement
6/8
বিগ বস ৫-এ দেখা গিয়েছিলসানি লিওন কিছু সময়ের জন্য বিদেশেই কাজ করছিলেন। এরপর তিনি বিগ বস ৫-এ অংশ নিতে ভারতে আসেন। এরপরে তিনি প্রচুর জনপ্রিয়তা পান। তাঁর নাচের মুভ ফ্যানদের খুব পছন্দ হয়।
advertisement
7/8
২০১২ সালে পূজা ভট্ট পরিচালিত সিনেমা ‘জিসম ২’-এ তাঁকে দেখা যায়। এছাড়াও ‘রাগিনী এমএমএস ২’-এর ‘বেবি ডল’ গান তাঁকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়।
advertisement
8/8
কখন বিয়ে হয়েছিল?২০১১ সালের ২০ জানুয়ারি সানি লিওন ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন। বর্তমানে তাঁদের তিন সন্তান রয়েছে। তাঁদের মধ্যে একটি কন্যাসন্তান দত্তক নেওয়া হয়েছে, যার নাম নিশা। সানি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একটি রেস্তোরাঁর মালিকও, যার নাম ‘চিকা লোকা’।