TRENDING:

Sunny Deol on Dharmendra's Kissing Scene: ৮৭-তে পর্দায় গাঢ় চুুমু! ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ দৃশ্য দেখতে পারেননি সানি, যা বললেন...

Last Updated:
Sunny Deol on Dharmendra's Kissing Scene: বয়স যে শুধুই সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণিত। প্রমাণ করলেন ধর্মেন্দ্র এবং শাবানা আজমি। করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কহানি'-র এক দৃশ্যে চুম্বন করতে যায় দুই বর্ষীয়ান শিল্পীকে।
advertisement
1/5
৮৭তে পর্দায় গাঢ় চুুমু! ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ দৃশ্য দেখতে পারেননি সানি, যা বললেন...
বয়স যে শুধুই সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণিত। প্রমাণ করলেন ধর্মেন্দ্র এবং শাবানা আজমি। করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কহানি'-র এক দৃশ্যে চুম্বন করতে যায় দুই বর্ষীয়ান শিল্পীকে। বহু বছর আগে হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার উষ্ণতা ফুটিয়ে তুলতেই ছবিতে সেই দৃশ্যের অবতারণা। স্বয়ং রকি-রানি থুড়ি আলিয়া এবং রণবীরের রসায়নকে ছাপিয়ে গিয়েছে ধর্মেন্দ্র এবং শাবানার অভিনয়।
advertisement
2/5
৮৭-তে এসে পর্দায় চুম্বন। বাবার এ হেন 'সাহসী' পদক্ষেপে মুগ্ধ পুত্র সানি দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা নিজেই স্বীকার করেছেন তিনি। সানি বললেন, "উনি (ধর্মেন্দ্র) যে কোনও জিনিসই ওঁর সারল্য এবং সততার মাধ্যমে করে ফেলতে পারেন।"
advertisement
3/5
এখানেই থেমে যাননি সানি। বাবার প্রশংসা করে তিনি বলেন, "আমার বাবা সবই করতে পারেন। উনি এমন একজন অভিনেতা, যাঁর কাছে কোনও কিছুই অসাধ্য নয়।" তবে পর্দায় ধর্মেন্দ্র চুম্বন দৃশ্য এখনও চাক্ষুষ করে উঠতে পারেননি সানি। কিন্তু কেন? সানির অভিনেতা, "আমি খুব একটা ছবি দেখি না। অনেক সময় নিজেরই ছবি দেখা হয়ে ওঠে না।"
advertisement
4/5
চরিত্রের খাতিরে পর্দায় ধর্মেন্দ্র কত দূর যেতে পারেন, সেই বিষয়ে সানির সম্মক ধারণা আছে। তাই বলে চুম্বন দৃশ্য নিয়ে বাবার সঙ্গে আলোচনা? নৈব নৈব চ!
advertisement
5/5
সানি বলেন, "এ বিষয়ে (চুম্বন দৃশ্য) বাবার সঙ্গে কী ভাবে আলোচনা করব? উনি এমন একজন মানুষ যিনি সব করতে পারেন। কারণ উনি সহজ এবং সৎ।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sunny Deol on Dharmendra's Kissing Scene: ৮৭-তে পর্দায় গাঢ় চুুমু! ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ দৃশ্য দেখতে পারেননি সানি, যা বললেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল