'ফিরে এসো' বিবাহ বিচ্ছেদের মাঝেই কাছে ডাকার কাতর বার্তা সুনিতার! কী বললেন গোবিন্দা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কিছুদিন আগেই গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনিতা। আর এবার ফিরে আসার বার্তা দিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
advertisement
1/5

কিছুদিন আগেই গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনিতা। আর এবার ফিরে আসার বার্তা দিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
advertisement
2/5
এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার থেকে গোবিন্দাকে বেশি কেউ চেনে না। জীবনে আর কখন কেউ বেশি জানবেও না।"
advertisement
3/5
গোবিন্দাকে ডাকনামে 'চি চি' বলে ডাকেন সুনিতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, "গোবিন্দা আমার 'চি চি' ফিরে আসো আমার কাছে।"
advertisement
4/5
শুক্রবার, সংবাদসংস্থা সূত্রে খবর সুনিতা আহুজা গত বৃহস্পতিবার বলিউড স্টার গোবিন্দার নামে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। এরপরেই বলি পাড়ায় গুঞ্জন পড়ে যায়।
advertisement
5/5
তারপরেই এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি গোবিন্দা।