Suneil Shetty Love Story: বহু বাধা পেরিয়ে বিয়ে ভিন ধর্মে, সুনীল-মানার তিন দশকেরও বেশি পুরনো দাম্পত্যে চিরবসন্ত
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Suneil Shetty Love Story: ফিরে যাই কয়েক দশক অতীতে৷ এক বার দেখি কেমন ছিল সুনীল শেট্টীর প্রেমজীবন
advertisement
1/8

কে এল রাহুলের সঙ্গে সুনীলকন্যা আথিয়া শেট্টীর বিয়ের ছবি এখন নেটমাধ্যমে চর্চার কেন্দ্রে৷ নবদম্পতির প্রেমে এবং তাঁদের বিয়ের সাজে মুগ্ধ নেটিজেনরা৷ আসুন, এই মুহূর্তে ফিরে যাই কয়েক দশক অতীতে৷ এক বার দেখি কেমন ছিল সুনীল শেট্টীর প্রেমজীবন৷
advertisement
2/8
সুনীলের স্ত্রী মানা সেভাবে প্রচারের আলোয় আসেন না৷ অথচ তাঁর সঙ্গে সুনীলের পরিচয় তখন, যখন আলোকবৃত্ত থেকে অনেক দূরে ছিলেন সুনীল৷ প্রসঙ্গত বিয়ের পরই বলিউডে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন সুনীল৷ তবে তিনি নিজের বিবাহিত পরিচয় কোনওদিন গোপন করেননি৷ অভিনয়ের বাইরে তিনি আদ্যন্ত ফ্যামিলিম্যান৷
advertisement
3/8
মুম্বইয়ের এক রেস্তরাঁয় মানাকে প্রথম দেখেন সুনীল৷ প্রথম দেখাতেই ভাল লেগে যায়৷ মানার বোনের সঙ্গে আগে ভাব জমালেন সুনীল৷ তার পর সেই সূত্র ধরে পৌঁছলেন মানার কাছে৷ এর পর সময়ের সঙ্গে সঙ্গে ক্রমে গাঢ় হয় তাঁদের প্রেমপর্ব৷
advertisement
4/8
কিন্তু সমস্যা দেখা দিল বিয়ের সময়৷ ভিনধর্মী মানাকে (প্রকৃত নাম মনীষা কাদরি) বাড়ির বধূ করতে চাইল না সুনীলের রক্ষণশীল পরিবার৷ বাধা এল মানার পরিবারের তরফেও৷
advertisement
5/8
কিন্তু বিয়ের প্রশ্নে অনড় ছিলেন সুনীল ও মানা দু’জনেই৷ তাঁরা জানিয়ে দেন বিয়ে করলে একে অপরকেই করবেন৷ অবশেষে নতিস্বীকার করে দুজনের পরিবার৷ প্রেমপর্বের ৯ বছর পর ১৯৯১ সালের বড়দিনে বিয়ে করেন সুনীল ও মানা৷ এখনও চেষ্টা করেন বড়দিনে সপরিবারে বেড়াতে যেতে৷
advertisement
6/8
বিয়ের পরই বলিউডে আত্মপ্রকাশ সুনীলের৷ সোনালি বেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন একবার শোনা গিয়েছিল৷ কিন্তু তা রয়ে গিয়েছে গুঞ্জনের স্তরেই৷ বরং স্ত্রীর সঙ্গে জমাট বেঁধেছে দাম্পত্য৷
advertisement
7/8
স্ত্রী মানা, কন্যা আথিয়া এবং পুত্র অহনকে নিয়ে সুনীল শেট্টী ভরপুর সংসারী৷ এখন তো পরিবারে জামাই তথা নতুন সদস্য হিসেবে আগমন কে এল রাহুলের৷ পর্দার রাগী ইমেজের বাইরে সুনীল পুরোদস্তুর রোম্যান্টিক, জানিয়েছেন মানা৷
advertisement
8/8
সুনীলের স্ত্রী মানা একজন সমাজসেবী এবং ফ্যাশন ডিজাইনার৷ স্বামীর উৎসাহেই তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়৷ শ্বশুর শাশুড়ি হয়ে যাওয়ার পরও তাঁদের তিন দশকেরও বেশি পুরনো দাম্পত্যে চিরবসন্ত৷ প্রতি মুহূর্তে তাঁরা একে অন্যের প্রেমে পড়তে ভালবাসেন৷