TRENDING:

Suhana Khan-Amitabh Bachchan: বাবার খবর রাখে না মেয়ে? শাহরুখের মেয়েকে খোঁচা অমিতাভের! আফসোস সুহানার

Last Updated:
শাহরুখ খানের ব্যপারে সুহানার ভুল উত্তর শুনে অবাক হয়ে যান অমিতাভ বচ্চনও। বিগ বি সুহানাকে তিরস্কার করেন। যা রীতিমতো ভাইরাল স্যোশাল মিডিয়ায়।
advertisement
1/8
বাবার খবর রাখে না মেয়ে? শাহরুখের মেয়েকে খোঁচা অমিতাভের! আফসোস সুহানার
শাহরুখ খানের মেয়ে সুহানা খান তাঁর অভিনয় জীবন শুরু করেছেন জোয়া আখতারের 'দ্য আর্চিস' দিয়ে। সুহানার বলিউডে অভিষেকের জন্য ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন।
advertisement
2/8
সুহানা ছাড়াও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, বেদাং রায়না, যুবরাজ মেন্ডা, মিহির আহুজাও এই ছবির মাধ্যমে তাদের অভিনয় জীবন শুরু করেছেন।
advertisement
3/8
'দ্য আর্চিস'-এর প্রচারের জন্য, ছবির পুরো টিম 'কৌন বনেগা ক্রোড়পতি ১৫'-তে গিয়েছিলেন। সেখানেই শো-এর রীতি মেনে অমিতাভ বচ্চন সবাইকে প্রশ্ন করেছিলেন।
advertisement
4/8
সেখানে বিগ বি সুহানাকে তার বাবা এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্পর্কিত একটি প্রশ্ন করেছিলেন। কিন্তু, এই প্রশ্নের উত্তর সম্পর্কে কোনও ধারণাই ছিল না সুহানার। আর তাঁর উত্তর শুনে অমিতাভ বচ্চন তাঁকে যে ভাবে বলেন তা বর্তমানে নেট মাধ্যমে ভাইরাল।
advertisement
5/8
সুহানাকে প্রশ্ন করা হয়, 'এই সম্মানগুলির মধ্যে কোনটি শাহরুখ খান এখনও পাননি?' - '(ক) পদ্মশ্রী (খ) লিজিয়ন অফ অনার (গ) L'Etoile D'Or. এবং (ঘ) ভলপি কাপ।' এই চারটি অপশনের মধ্যে একটি হল আসল উত্তর। এর জবাবে সুহানা বলেন- (ক) পদ্মশ্রী।
advertisement
6/8
সুহানার ভুল উত্তর শুনে অবাক হয়ে যান অমিতাভ। বিগ বি সুহানাকে তিরস্কার করে বললেন- 'মেয়ে জানে না বাবা কী পেয়েছে।'
advertisement
7/8
অমিতাভ বচ্চনের কথা শুনে সুহানাও কিছুটা হতাশ হয়েছিলেন এবং তার বাবার সম্পর্কে দেওয়া ভুল উত্তরের জন্য অনুশোচনাও করেছিলেন।
advertisement
8/8
শাহরুখ খান ২০০৫ সালে পদ্মশ্রী পুরষ্কার পেয়েছিলেন। বিগ বি সুহানাকে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর ছিল – ভলপি কাপ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Suhana Khan-Amitabh Bachchan: বাবার খবর রাখে না মেয়ে? শাহরুখের মেয়েকে খোঁচা অমিতাভের! আফসোস সুহানার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল