Suhana Khan: হাতে মাত্র একটি ছবি! কোটি কোটি খরচ করে কী কিনলেন সুহানা, দাম শুনলে চমকে যাবেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Suhana Khan: জীবনের নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ-তনয়া সুহানা খান। তারই মধ্যে নতুন করে শিরোনামে বলিউডের এই তারকা-সন্তান।
advertisement
1/5

বলিউডে হাতেখড়ি হতে চলেছে। জীবনের নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ-তনয়া সুহানা খান। তারই মধ্যে নতুন করে শিরোনামে বলিউডের এই তারকা-সন্তান।
advertisement
2/5
জানা গিয়েছে, সম্প্রতি ১২.৯১ কোটি টাকা দিয়ে একটি জমি কিনেছেন শাহরুখ-তনয়া। মূলত ইনভেস্টমেন্টের কারণেই এই জমিটি তিনি কিনেছেন বলে মনে করা হচ্ছে।
advertisement
3/5
আলিবাগের একটি গ্রামে জমি কিনেছেন সুহানা। দেড় একরের কৃষিজমিটি রয়েছে ২২১৮ বর্গফুট জুড়ে। স্ট্যাম্প ডিউটি বাবদ ৭৭.৪৬ লাখ টাকা দিয়েছেন শাহরুখ-তনয়া।
advertisement
4/5
আলিবাগের এই গ্রামেই একটি বিলাসবহুল বাংলো আছে শাহরুখের। হেলিপ্যাড থেকে স্যুইমিং পুল, সবই আছে সেখানে। নিজের ৫২তম জন্মদিন সেই বাংলোতেই পালন করেছিলেন শাহরুখ।
advertisement
5/5
মুক্তি পেতে চলেছে জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ'। এই ছবির হাত ধরেই বলিউডে হাতেখড়ি হবে সুহানার। তাঁর সঙ্গেই দেখা যাবে আরও দুই তারকা-সন্তান খুশি কাপুর এবং অগস্ত্য নন্দাকে।