Sudipa Chatterjee| Tollywood Gossip|| পরনে স্নান পোশাক! সুইমিংপুলে হট অবতারে 'রান্নাঘর' সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় ঝড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee, Tollywood Gossip: সুইমিংপুলে সুইমস্যুটে বন্ধুর বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন 'রান্নাঘর' সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সেই ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে।
advertisement
1/7

*সুইমিংপুলে ছেলে আদিদেবের সঙ্গে জলকেলিতে মগ্ন মা সুদীপা চট্টোপাধ্যায়, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/7
*সুইমিংপুলে সুইমস্যুটে বন্ধুর বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন 'রান্নাঘর' সঞ্চালিকা। সেই ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/7
*ভিডিওতে রয়েছে বেশ কিছু ছবি এবং ভিডিও ক্লিপ। তাতে কোথাও সুদীপাকে আদিদেবের সঙ্গে সাঁতার কাটতে দেখা গিয়েছে, কোথাও আবার ছেলের সঙ্গে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/7
*বন্ধুর সঙ্গেও ছবি রয়েছে রান্নাঘর সঞ্চালিকার। তাঁর সঙ্গে খোশ মেজাজে একাধিক সেলফি তুলেছেন, পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/7
*ছবিতে দেখা গিয়েছে, কালো স্নানপোশাকে সুদীপা চট্টোপাধ্যায়। যারা রান্নাঘর সঞ্চালিকাকে শুধুমাত্র শাড়িতে দেখতে অভ্যস্ত, তাঁরা এই পোশাকে সুদীপাকে দেখে অবাক! ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/7
*এ দিন শুধু স্নান, সেলফি নয়। পেটপুজোও হয়েছে স্নান শেষে। প্রাতঃরাশে ছিল লুচি, সাদা আলুর তরকারি এবং বোঁদে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/7
*প্রসঙ্গত, ফের টিভির পর্দায় ফিরছেন সুদীপা চট্টোপাধ্যায়। জি বাংলার একটি রান্নার অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে ফিরছেন তিনি বেশ কয়েকমাস পরে। অনুষ্ঠানের নাম 'আজকের অন্নপূর্ণা'। সেই শুটিং ফ্লোরের ছবি সম্প্রতি শেয়ার করেছেন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া।