TRENDING:

Sudipa Chatterjee: 'আর কি কোনওদিন, এভাবে বসে...', সেরিব্রালে অসাড় শরীর, মায়ের জন্মদিনে শোকে পাথর সুদীপা

Last Updated:
Sudipa Chatterjee: ব্রেন স্ট্রোকে অসাড় হয়ে রয়েছে শরীর। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে মায়ের জন্মদিনে আবেগঘন বার্তা লিখলেন রান্নাঘর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।
advertisement
1/6
'আর কি কোনওদিন, এভাবে...', সেরিব্রালে অসাড় শরীর, মায়ের জন্মদিনে শোকে পাথর সুদীপা
*ব্রেন স্ট্রোকে অসাড় হয়ে রয়েছে শরীর। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে মায়ের জন্মদিনে আবেগঘন বার্তা লিখলেন রান্নাঘর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
2/6
*সোশ্যাল মিডিয়ায় মায়ের একটি চেয়ারে বসা ছবি পোস্ট করে লেখেন, "Happy birthday ,Maa.. আর কি কোনোদিন- এভাবে বসে,তোমার সাথে চা খেতে খেতে পুরোনো দিনের গল্প হবে?" ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
3/6
*উল্লেখ্য, গত মে মাসে ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয় সুদীপা চট্টোপাধ্যায়ের মা দীপালি মুখোপাধ্যায়ের। ৭৪ বছরের মা'কে মাদার্স ডের দিনই কলকাতার বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করেন। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
4/6
*অসুস্থতার দিনে নাতি আদিদেবের সঙ্গে বসে খেলছিলেন দীপালি দেবী। বাইরের ঘরে সুদীপা ও অগ্নিদেব টেলিভিশন দেখছিলেন। আদিদেবের সেদিন জ্বর ছিল। বকাবকিও করছিলেন। কিন্তু আচমকাই চুপ করে যান। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
5/6
*সুদীপা জানিয়েছিলেন, ঘরে গিয়ে দেখেন মা শুয়ে রয়েছেন, মুখ বেঁকে যাচ্ছে। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
6/6
*পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেলেও অসুস্থ দীপালি মুখোপাধ্যায়। সুদীপার কথায় বারে বারে ঘুরে-ফিরে আসে মায়ের সুস্থ হওয়ার জন্য কতটা আকূল হয়ে রয়েছেন। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sudipa Chatterjee: 'আর কি কোনওদিন, এভাবে বসে...', সেরিব্রালে অসাড় শরীর, মায়ের জন্মদিনে শোকে পাথর সুদীপা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল