Subhashree Ganguly: বছরের শুরুতেই শুভশ্রীকে নিয়ে বড় সুখবর দিলেন রাজ! অবশেষে অনুরাগীদের ইচ্ছেপূরণ
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একরত্তি ইয়ালিনির এসেছে সবে একমাস।তারপর থেকে নানা ভাবে চমক দিয়েছেন অভিনেত্রী। আর এবার নায়িকাকে নিয়ে বড় আপডেট দিলেন তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।
advertisement
1/8

দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একরত্তি ইয়ালিনির এসেছে সবে একমাস।তারপর থেকে নানা ভাবে চমক দিয়েছেন অভিনেত্রী। আর এবার নায়িকাকে নিয়ে বড় আপডেট দিলেন তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।
advertisement
2/8
মেয়ের জন্মের পর পরই বন্ধুবান্ধব ও স্বামীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। পাশাপাশি বদলেছেন নিজের চুলের স্টাইলও। তাছাড়া কিছুদিন আগে স্বামী-সন্তানের সঙ্গে ঘুরে এসেছেন পাটায়া থেকেও। সেই ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
3/8
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে অভিনয় করতে তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে জানা গিয়েছে, বুদ্ধদেব গুহের প্রেমের গল্পে তিনি কামব্যাক করবেন। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
advertisement
4/8
আর সেই গুঞ্জনে শিলমোহর দিলেন স্বয়ং রাজ। নতুন বছরের শুরু দিন অর্থাৎ ১ জানুয়ারী রাজ একটি ভিডিও শেয়ার করে নেন তার ইস্টাগ্রাম থেকে। সেখানেই তিনি এই খবরটি জানান।
advertisement
5/8
ভিডিওতে রাজ লিখেছেন ‘১০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন রাজ ও আবির। আর এবারই প্রথমবার জুটি বাঁধছেন আবির-শুভশ্রী। ২০২৪ এর সবথেকে বড়ো চমক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে আসছে ভালবাসার ছবি বাবলি’।
advertisement
6/8
ভিডিওটি প্রকাশ করে প্রযোজক রাজ ক্যাপশনে লেখেন, " ২০২৪ এর সবথেকে বড়ো চমক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে ‘বাবলি’।
advertisement
7/8
তবে গুঞ্জন এটি একটি সিরিজ হতে চলেছে,একটি বিখ্যাত ওটিটিতে মুক্তি পাবে। যদিও বাবলি সিরিজ নাকি সিনেমা সে বিষয়ে কিছু খোলসা করেননি রাজ।
advertisement
8/8
রাজের পোস্টের অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘দারুন দারুন খুব প্রিয় গল্প যতবার পড়েছি কল্পনা করেছি..সিনেমার উপযুক্ত গল্প’। অন্যএক অনুরাগী লেখেন, '২২-২৩ বছরের বাবলি যদি কেউ হন, সেটা শুভশ্রীই'।