Subhashree Ganguly: রাজের সঙ্গে একী রূপে ধরা দিলেন শুভশ্রী! বছর শেষে স্বামীকে যা বললেন নায়িকা! ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বছর শেষে স্বামী রাজ ও বন্ধুদের সঙ্গে পার্টি মুডে মেতে উঠলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্যোশাল মডিয়ায় সেই সব ছবি শেয়ার করে নায়িকা রাজকে দিলেন মিষ্টি প্রেমের বার্তা।
advertisement
1/7

দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একরত্তি ইয়ালিনির এসেছে একমাসও হয়নি। বার বার ছক ভেঙেছেন নায়িকা।
advertisement
2/7
মেয়ের জন্মের পর পরই বন্ধুবান্ধব ও স্বামীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। পাশাপাশি বদলেছেন নিজের চুলের স্টাইলও। তাছাড়া কিছুদিন আগে স্বামী-সন্তানের সঙ্গে ঘুরে এসেছেন পাটায়া থেকেও। সেই ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
3/7
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে জানা গিয়েছে, বুদ্ধদেব গুহের প্রেমের গল্পে তিনি কামব্যাক করবেন। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
advertisement
4/7
প্রথম সন্তান ইউভানের জন্মের সময় লকডাউনের কারণে বাড়ির বাইরে পা রাখেনি অভিনেত্রী। তবে মেয়ে জন্মের আগে যেমন কাজ করেছেন, তেমনই ঘুরেছেন, পার্টি করেছেন সঙ্গে ইউভানের মা হিসেবে সব দায়িত্বও পালন সামলেছেন। পাশাপাশি নিজেকে সুস্থ রাখতে ব্যায়ামও করেছেন।
advertisement
5/7
সব মিলিয়ে হবু মায়েদের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন নায়িকা। আর এবার বছর শেষে স্বামী রাজ ও বন্ধুদের সঙ্গে পার্টি মুডে মেতে উঠলেন অভিনেত্রী।
advertisement
6/7
রাজ-শুভশ্রী দুজনের চোখেই কালো রোদ চশমা। রাজের পরনে কালো জ্যাকেট পায়ে বুট। অন্যদিকে, শুভশ্রীর পরনেও কালো জ্যাকেট সঙ্গে নীল মিনি স্কারট। হাতে নীল রঙের ফ্যান্সি ব্যাগ।
advertisement
7/7
সব মিলিয়ে বছর শেষে বোল্ড অ্যান্ড বিউটিফুল মেজাজে ধরা দিলেন তারকা দম্পতি। স্যোশাল মডিয়ায় সেই সব ছবি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন 'তু মেরা হিরো'।