Subhashree Ganguly Pregnant: অন্তঃসত্ত্বা শুভশ্রীর বেবি বাম্পে আদর করছে ছোট্ট ইউভান, রাজের পোস্ট মুহূর্তে ভাইরাল, দেখুন অদেখা ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly: রাজ চক্রবর্তীর পরবর্তী সিনেমা 'আবার প্রলয়' আসছে। আরবানায় নতুন অতিথির আগমনের খবর। সব মিলিয়েই জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পুরী যাচ্ছেন অন্তঃস্বত্বা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
1/8

*দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সুখবর দিয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দু'জনেই। তারপর থেকে রাজ এবং শুভশ্রীর জীবনে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যা বইছে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/8
*মা হওয়ার খবর দেওয়ার ঠিক পরের দিনেই অর্থাৎ আজ পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছেন শুভশ্রী। সকাল সকাল যাত্রা শুরুর একটি ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন 'হবু মা'। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/8
*আজ শুভশ্রীর পুরীযাত্রার সঙ্গী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রীর বন্ধু পৌলমী। তবে তাঁদের সঙ্গে আর কেউ এই যাত্রায় শামিল কিনা, তা এখনও জানা যায়নি। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/8
*একদিকে রাজ চক্রবর্তীর পরবর্তী সিনেমা 'আবার প্রলয়' আসছে। অন্যদিকে, আরবানায় নতুন অতিথির আগমনের খবর। সব মিলিয়েই জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পুরীর উদ্দেশ্যে রওনা বলেই মনে করা হচ্ছে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/8
*'ইউভান এ বার দাদা', রাজ এবং শুভশ্রীর মঙ্গলবারের এই পোস্ট জানান দিয়েছিল ফের মা-বাবা হতে চলেছেন রাজশ্রী। ইউভানের একটি ছবি দিয়ে সুখবর প্রকাশ্যে আনেন তাঁরা। সেখানে একটি ছবিতে রাজ-শুভশ্রীর হাত ধরে রয়েছে ছোট্ট ইউভান। তাঁর টি-শার্টে লেখা 'প্রমোটেড টু বিগ ব্রাদার'। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/8
*রাজ চক্রবর্তী এ দিন আরও একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে মায়ের পেটে (বেবি-বাম্পে) আদর চুম্বন এঁকে দিচ্ছে ছোট্ট ইউভান।সেই ছবিতেও ইউভানের টি-শার্টে লেখা 'প্রমোটেড টু বিগ ব্রাদার'। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/8
*২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভূমিষ্ঠ হয় রাজ এবং শুভশ্রীর প্রথম সন্তান ইউভান। কাজের পাশাপাশি একরত্তিকে ঘিরেই আবর্তিত হয়েছে তাঁদের পৃথিবী। এ বার সঙ্গী পেতে চলেছে ইউভান। চক্রবর্তী পরিবারে আসছে নতুন সদস্য। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
8/8
*ইতিমধ্যেই রাজ এবং শুভশ্রীকে শুভচ্ছা জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা। নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার-সহ আরও অনেকে ভালবাসা জানিয়েছেন তাঁদের। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গোনা শুরু হয়েছে তারকা-দম্পতির। ছবিঃ সোশ্যাল মিডিয়া।