Subhashree Ganguly on Messi Incident: 'দেখাতে পারবেন, আমার জন্য কোথাও মেসিকে দেখা যায়নি!' সন্তানদের মেরে ফেলার হুমকি আসতেই মেসি-কাণ্ডে গর্জে উঠলেন শুভশ্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Subhashree Ganguly on Messi Incident: যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর ভেস্তে যাওয়ার পর থেকেই ট্রোলের শিকার বাংলা ছবির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
1/12

যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর ভেস্তে যাওয়ার পর থেকেই ট্রোলের শিকার বাংলা ছবির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
2/12
কারণ, তিনি মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
advertisement
3/12
স্ত্রীর পক্ষ নিয়ে ইতিমধ্যে পদক্ষেপ করেছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আইনের পথেও হেঁটেছেন তিনি। রবিবার তিনি টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
advertisement
4/12
এবার মেসি-কাণ্ড নিয়ে নিজেই মুখ খুললেন শুভশ্রী।
advertisement
5/12
ভিডিও পোস্ট করে শুভশ্রী জানালেন, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার। সেই অনুযায়ী নির্দিষ্ট হোটেলে শনিবার সকালে পৌঁছে যান তিনি। সেখানেই মেসির সঙ্গে প্রথম দেখা হয় এবং সেখানেই তিনি ছবি তোলেন।
advertisement
6/12
শুভশ্রীর কথায়, ''আমি সাড়ে ৮টা নাগাদ হোটেলে পৌঁছোই এবং ১০টা-১০টা ১৫ নাগাদ মেসির সঙ্গে দেখা হয়। ছবি তুলি। আমি যখন বেরিয়ে যাচ্ছি, তখন মেসির জনসংযোগকারী দলের থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো হয়। ওঁরাই জানান, মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা রয়েছে। আমি গেলে ওঁদের সুবিধা হবে।''
advertisement
7/12
বাংলা ছবি থেকে কেন শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই আমন্ত্রণ জানানো হল, তিনি শাসকদলের বিধায়কের স্ত্রী বলেই কি ওই বিশেষ সুবিধা পেয়েছেন, এই সব প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের কথা অভিনেত্রী উল্লেখ করে বলেন, ''এই উত্তর ওদের পিআর টিম বেশি ভাল দিতে পারবে।''
advertisement
8/12
সে দিন হোটেল থেকে বেরিয়ে যুবভারতী পর্যন্ত যান শুভশ্রী। সেই সময়ে অভিনেত্রীর সহযোগী দলের কর্মীরা ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করার চেষ্টা করতে থাকেন। কিন্তু মাঠে জ্যামার থাকায় সেই ছবিগুলি তখন পোস্ট হয়নি বলে জানান শুভশ্রী।
advertisement
9/12
সাড়ে ১১টায় মাঠে এসে পৌঁছোন মেসি। শুভশ্রী জানান, তিনিও নিজের চোখে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেন। পুরো পরিস্থিতির দায় আয়োজকদের বলেও দাবি করেন শুভশ্রী। পরিস্থিতি অশান্ত হওয়ার পরে বেরিয়ে যান সেখান থেকে। তখনই নাকি প্রযুক্তির গন্ডগোলের জেরে সেই ছবিগুলি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়। তবে সেটা বানতলায় শ্যুটিংয়ে পৌঁছে অভিনেত্রী দেখতে পান।
advertisement
10/12
ভিডিওতে শুভশ্রী নিজেই প্রশ্ন তোলেন, ''আমি নিজেও মাঠের পাশের তাঁবুতে বসে মেসিকে দেখতে পাচ্ছিলাম না। আপনারাই বা কী ভাবে দেখবেন? কিন্তু আমি কি মাঠে ছিলাম? আমি কি আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? যে ভাবে আমাকে কটাক্ষ করা হচ্ছে, যেন আমি মেসির পাশে মাঠে দাঁড়িয়েছিলাম। আমার কী দোষ? হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ? ভুল সময়ে প্রযুক্তির কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া আমার ভুল হতে পারে।''
advertisement
11/12
শুভশ্রী ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ''আমি একজন নারী, আমি বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। মহিলা হয়েও মহিলাদের এই ভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?''
advertisement
12/12
সুর চড়িয়ে তিনি আও বলেন, ''আমাকে বলে মন হালকা হচ্ছে, এটাই ভাবছিলাম। কিন্তু কাল থেকে আমার বাচ্চাদের আক্রমণ করা শুরু হয়েছে। বলা হচ্ছে, ছোট বাচ্চা দুটোকে মেরে ফেলা হবে। আমি মা হিসাবে সেটা মেনে নেব না।''