Subhashree Ganguly: স্পষ্ট বেবি বাম্প, বাকি আর মাত্র ৪ মাস! জিমে শরীরচর্চায় ব্যস্ত শুভশ্রী
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। শরীরচর্চায় মন দিয়েছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী।
advertisement
1/7

দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্যোশাল মিডিয়ায় সুখবর দিয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দু'জনেই। তারপর থেকে রাজ এবং শুভশ্রীর জীবনে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যা বইছে। (ছবি সোশ্যাল মিডিয়া)
advertisement
2/7
'ইউভান এবার দাদা', রাজ এবং শুভশ্রী ইউভানের একটি ছবি পোস্ট জানান দিয়েছিল ফের মা-বাবা হতে চলেছেন রাজশ্রী। ছবিতে রাজ-শুভশ্রীর হাত ধরে রয়েছে ছোট্ট ইউভান। তাঁর টি-শার্টে লেখা 'প্রমোটেড টু বিগ ব্রাদার'। (ছবি সোশ্যাল মিডিয়া)
advertisement
3/7
রাজ চক্রবর্তী এরপর আরও একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা গিয়েছে মায়ের পেটে (বেবি-বাম্পে) আদর চুম্বন এঁকে দিচ্ছে ছোট্ট ইউভান। সেই ছবিতেও ইউভানের টি-শার্টে লেখা 'প্রমোটেড টু বিগ ব্রাদার'। (ছবি সোশ্যাল মিডিয়া)
advertisement
4/7
মা হওয়ার সুখবর জানাজানি হতেই অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মা হওয়ার আগে ঠিক কী কী করছেন শুভশ্রী তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে৷ (ছবি সোশ্যাল মিডিয়া)
advertisement
5/7
তবে সুখবর দিয়েও তিনি নিজের দায়িত্ব সামলেছেন সমান দক্ষতায়। এই অবস্থাতেও চুটিয়ে কাজ করছেন শুভশ্রী। কিছুদিন আগেই তাঁর প্রযোজিত ওয়েব সিরিজ 'আবার প্রলয়' মুক্তি পেয়েছে। (ছবি সোশ্যাল মিডিয়া)
advertisement
6/7
আর মাত্র ৪ মাসের অপেক্ষা। তাই নিজের যত্নেও কোনও খামতি রাখছেন না শুভশ্রী। পাশাপাশি শরীরচর্চায় মন দিয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। (ছবি সোশ্যাল মিডিয়া)
advertisement
7/7
শুভশ্রী একটি ছবি পোস্ট করেছিলেন, তাঁকে কালো লেগিংস আর ধূসর রঙের ঢিলেঢলা টি-শার্টে দেখা গিয়েছে, পায়ে স্নিকার্স। স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবিবাম্প। সবটা মিলিয়ে দারুণ উপভোগ করছেন অভিনেত্রী এই সময়টা। (ছবি সোশ্যাল মিডিয়া)