Emraan Hashmi Son Cancer : মর্মান্তিক! সন্তানহারা হওয়ার ভয় ৫ বছর ধরে, ছেলের ক্যানসার-যন্ত্রণা কুড়ে কুড়ে খেত ইমরানকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Emraan Hashmi Son Cancer : ইমরানের ছেলের ক্যানসার ধরা পড়ার পর প্রতিদিন তাঁদের খোঁজ নিতেন অক্ষয় কুমার। ইমরানকে আশ্বাস দিয়েছিলেন, যে কোনও দরকারে তিনি পাশে থাকবেন। সে কথা নিজের বইতে লিখেছিলেন ইমরান।
advertisement
1/8

ভয়াবহ পাঁচ বছর। ২০১৪ সাল থেকে ২০১৯। এতগুলি বছর ধরে কেবল একটাই ভয়, সন্তানহারা হবেন না তো? একরত্তির হাসি, কান্না, আদর হাওয়ায় মিশে যাবে না তো? ইমরান হাশমির কাছে সেই পাঁচটি বছর যেন এমনই ছিল।
advertisement
2/8
ছেলের কিডনিতে ক্যানসার ধরা পড়ে ২০১৪ সালে। অয়নের বয়স তখন মাত্র সাড়ে তিন বছর। প্রথম স্টেজে ধরা পড়েছিল তাঁর ক্যানসার। ২০১৯ সালে ইমরান একটি পোস্ট করে জানান, তাঁর ছেলে এখন ক্যানসারমুক্ত।
advertisement
3/8
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, বয়সটা খুব কম ছিল বলে ছেলের কতটা মনে আছে, তিনি জানেন না। তাই সেই কঠিন সময় নিয়ে ছেলের সঙ্গে আলোচনা করতে চান না ইমরান।
advertisement
4/8
ছেলের ক্যানসার জয় এবং তাঁর এবং তাঁর স্ত্রী পারভিনের আতঙ্কের জীবনকাহিনি নিয়ে ইমরান একটি বইও লিখেছিলেন। যেখানে তিনি অয়নকে যোদ্ধা হিসেবে ফুটিয়ে তোলেন। বইয়ের নাম দেন, ‘দ্য কিস অফ লাইফ: আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিডেট ক্যানসার।’
advertisement
5/8
সেই চুম্বন দিয়েই তাঁর বইয়ের নামকরণ, যার জন্য বলিপাড়ায় তাঁর খ্যাতির শুরু। যাঁকে ‘সিরিয়াল কিসার’ তকমা দেওয়া হয়েছিল। কারণ পর্দায় তাঁর মতো এত ঘনঘন চুমু খেতে কাউকে দেখা যায়নি।
advertisement
6/8
পারভিন বা ইমরান জানেন না, কীকরে তাঁরা সেই লড়াইটা লড়েছিলেন। এখন মনে পড়লে ভাবেন, একমাত্র একটাই আশা ছিল, ছেলে সেরে উঠবে। সেই মানসিক বলেই এতদূর এগিয়ে এসেছেন তাঁরা।
advertisement
7/8
ইমরানের মতে, তাঁদের থেকে অনেক কঠিন লড়াইটা লড়েছে তাঁদের ছেলে। শারীরিক, মানসিক কষ্ট তাকেই পেতে হয়েছে। তাই সে যোদ্ধা।
advertisement
8/8
ইমরানের ছেলের ক্যানসার ধরা পড়ার পর প্রতিদিন তাঁদের খোঁজ নিতেন অক্ষয় কুমার। ইমরানকে আশ্বাস দিয়েছিলেন, যে কোনও দরকারে তিনি পাশে থাকবেন। সে কথা নিজের বইতে লিখেছিলেন ইমরান।