দিদি ছিলেন রুপোলি দুনিয়ার সুপারস্টার, অথচ বোনকে চিনতেন না কেউই, তবে মায়ের মৃত্যুর পর সম্পর্কে ফাটল ধরে হরিহর আত্মা দুই বোনের, কারণটা জানেন?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
অন্যদিকে প্রথম প্রথম বোন শ্রীলতার সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক ছিল মধুর এবং গভীর। তবে শ্রীদেবী সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। হয়ে উঠেছিলেন ভারতীয় সিনে দুনিয়ার সুপারস্টার। সেখানে নিজের কেরিয়ারে দিদির মতো সাফল্যের শিখরে পৌঁছতে পারেননি শ্রীলতা। আর এখান থেকেই তাঁদের সম্পর্ক তিক্ত হতে শুরু করে। এমনকী, পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুই বোনের।
advertisement
1/9

ভারতীয় সিনেমা জগতের সবথেকে সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রীদেবী। এটা নিঃসন্দেহেই বলা যেতে পারে। নিজের বলিউডি কেরিয়ারে প্রায় ৩০০টি ছবিতে তিনি অভিনয় করেছেন। দক্ষিণী জগৎ থেকে বলিউড - দাপিয়ে কাজ করে গিয়েছেন তিনি। অথচ সুপারস্টার শ্রীদেবীর বোনের গল্প অনেকেই জানেন না। অভিনেত্রীর বোনের নাম শ্রীলতা। আজ এই দুই বোনের সম্পর্ক এবং দ্বন্দ্বের টানাপোড়েনের গল্পই শুনে নেওয়া যাক। (File Photo)
advertisement
2/9
এক সময় বি-টাউনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন শ্রীদেবী। তাল মিলিয়ে দক্ষিণী ছবি আর বলিউডি ছবিতে অক্লান্ত ভাবে কাজ করে গিয়েছিলেন। প্রত্যেকটি ছবিতেই নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। এদিকে কেরিয়ারের শিখরে থাকাকালীনই অভিনেত্রী প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তবে অবশ্য সেই সম্পর্ক পরিণতি পায়নি। বরং বিবাহিত এবং দুই সন্তানের বাবা বনি কাপুরের সঙ্গেই হয়েছিল মন দেওয়া-নেওয়া। ফলে তাঁর সঙ্গেই সংসার বেঁধেছিলেন শ্রীদেবী। (File Photo)
advertisement
3/9
অন্যদিকে প্রথম প্রথম বোন শ্রীলতার সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক ছিল মধুর এবং গভীর। তবে শ্রীদেবী সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। হয়ে উঠেছিলেন ভারতীয় সিনে দুনিয়ার সুপারস্টার। সেখানে নিজের কেরিয়ারে দিদির মতো সাফল্যের শিখরে পৌঁছতে পারেননি শ্রীলতা। আর এখান থেকেই তাঁদের সম্পর্ক তিক্ত হতে শুরু করে। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুই বোনের।
advertisement
4/9
দিদির ম্যানেজার: সত্তরের দশকে শ্রীদেবী নিজের কেরিয়ার শুরু করেছিলেন। মাঝেমধ্যেই তাঁর সঙ্গে সেটে দেখা যেত শ্রীলতাকে। বলা ভাল, সেই সময় অভিনেত্রীর ছায়াসঙ্গী ছিলেন তাঁর বোন। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা ইন্ডাস্ট্রির অনুষ্ঠানেও শ্রীদেবীর সঙ্গে যেতেন তিনি। শোনা যায়, দিদির মতোই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে নায়িকা হতে চেয়েছিলেন শ্রীলতা। তবে নায়িকা হতে না পারলেও তিনি শ্রীদেবীর ম্যানেজার হিসেবে কাজ করতেন। (File Photo)
advertisement
5/9
বোনের সাহায্য: শ্রীদেবী যখন সাফল্যের চূড়ায়, তখন সব দিক থেকে তাঁর সব রকম কাজ সামলাতেন বোন শ্রীলতাই। এর আগে অবশ্য অভিনেত্রীর মা-ই তাঁর সমস্ত কাজ দেখতেন। কিন্তু মায়ের মৃত্যুর পর দুই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়। এখান থেকেই সম্পর্কে আসে তিক্ততা। (File Photo)
advertisement
6/9
কিন্তু তাঁদের দ্বন্দ্বের কারণ কী? ১৯৯৬ সালে শ্রীদেবীর মা হাসপাতালে ভর্তি হয়েছিল। দাবি করা হয়েছিল যে, ভুল অস্ত্রোপচারের জেরে তাঁর স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তারপর মৃত্যু হয়েছিল তাঁর। এই ঘটনার পর শ্রীদেবী প্রচণ্ড রেগে গিয়েছিলেন। ভুল অস্ত্রোপচারের অভিযোগে হাসপাতালকে আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। মামলায় জিতে ৭.২ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন অভিনেত্রী। সেই টাকাই নিজের কাছে রেখে দিয়েছিলেন। যার জেরে দুই বোনের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব।
advertisement
7/9
দিদির বিরুদ্ধে মামলা: E-Times প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, মায়ের মৃত্যুর পর মায়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলেন শ্রীদেবী। এতে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন বোন শ্রীলতা। ফলে মায়ের সম্পত্তির অংশ দাবি করে দিদির বিরুদ্ধে মামলা করেন। যেখানে অভিযোগে তিনি জানিয়েছিলেন যে, মা মানসিক ভাবে স্থিতিশীল ছিলেন না। মামলায় শ্রীলতা ২ কোটি টাকা জিতে যান। এতে সম্পর্ক আরও নষ্ট হয়।
advertisement
8/9
বনি কাপুরের হস্তক্ষেপ: দুই বোনের সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন বনি কাপুর। তারপর আচমকাই রটে গিয়েছিল যে, সব ঠিক হয়ে গিয়েছে শ্রীদেবী আর শ্রীলতার মধ্যে। এদিকে আবার ২০১৩ সালে যখন শ্রীদেবী পদ্মশ্রী পুরস্কার পান, তখন পরিবারের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শ্রীলতাই। তখনও জল্পনা ছড়ায় যে, দুই বোনের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। যদিও সমস্যা যে একেবারে মিটে গিয়েছে, এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। এমনকী তাঁদের দু’জনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি কিংবা এ নিয়ে মত প্রকাশও করেননি তাঁরা।
advertisement
9/9
দিদির মৃত্যু: বলা হয়, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর চেন্নাইয়ে তাঁর স্মরণসভায় যোগ দেননি শ্রীলতা। E-Times-এর প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলতাকে চুপ থাকতে এবং এই বিষয়টি থেকে দূরে থাকতে বলা হয়েছিল। এটাও শোনা গিয়েছে যে, চেন্নাই বাংলোর অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল তাঁকে। আবার Deccan Chronicle-এ দাবি করা হয়েছিল, সমস্ত সম্পত্তিই শ্রীদেবীর। অভিনয় থেকেই এত সম্পত্তি করেছিলেন তিনি। যেহেতু শ্রীদেবী প্রাপ্তবয়স্ক ছিলেন না, তাই নিজের মা-বাবার নামেই সম্পত্তি রেখেছিলেন তিনি।