Sreemoyee Chattoraj: আঁতুড় কাটতেই বিরাট ভোলবদল...! মেয়ের থেকে দূরে গিয়ে এটা কী করলেন শ্রীময়ী? দেখলে চমক উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sreemoyee Chattoraj: ২১ দিনের আঁতুড় কাটতেই বিরাট ভোলবদল শ্রীময়ীর৷ মেয়ের থেকে দূরে গিয়ে নিজের জন্য সময় বার করে নিলেন শ্রীময়ী৷ যা দেখলে আপনিও চমকে যাবেন৷
advertisement
1/8

টলিউড-অভিনেতা কাঞ্চন মল্লিকের পরিবারে এখন খুশির খবর। গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ তারপর ২ মার্চ ঘটা করে বিয়ে করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ের বছর ঘোরার আগেই ২ নভেম্বর সাড়ে আটমাসের মধ্যেই মা হলেন শ্রীময়ী৷
advertisement
2/8
বিয়ের পর থেকেই কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে চর্চার শেষ নেই৷ কোনও না কোনও বিষয় নিয়ে তাঁরা সর্বদা শিরোনামে৷ এবারও তাঁর অন্যথা হল না৷ বিয়ের সাড়ে আটমাসের মধ্যেই মা হয়ে সকলকে চমকে দিলেন টলি অভিনেত্রী শ্রীময়ী৷
advertisement
3/8
মেয়েকে নিয়ে এখন দিন কাটছে কাঞ্চন ও শ্রীময়ীর৷ ২২ দিনের মেয়েকে সামলাতে গিয়ে দিন-রাতের ঘুম উড়েছে কাঞ্চনের স্ত্রীর৷ তবে এতদিন আঁতুড়ে কেটেছে সময়৷
advertisement
4/8
২১ দিনের আঁতুড় কাটতেই বিরাট ভোলবদল শ্রীময়ীর৷ মেয়ের থেকে দূরে গিয়ে নিজের জন্য সময় বার করে নিলেন শ্রীময়ী৷ যা দেখলে আপনিও চমকে যাবেন৷
advertisement
5/8
মেয়েকে স্বামী কিংবা মায়ের কাছে রেখে পুরো সময়টাই নিজের মতো করে কাটালেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লেখেন- '২১ দিন পর নিজেকে একটু প্যাম্পার করা'৷
advertisement
6/8
ছবিতে দেখা যাচ্ছে, হাওয়ায় উড়ছে শ্রীময়ীর লম্বা চুল৷ মিরর সেলফিতে স্যালোঁতে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন টলিপাড়ার নতুন মা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
7/8
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার হট জুটির অন্যতম৷ বিয়ের পর প্রথম দীপাবলি তাদের জীবনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছে৷ দীপাবলিতে বাবা-মা হলেন কাঞ্চন ও শ্রীময়ী৷ কন্যা সন্তানের আসার খবরটি নিজেই সমস্ত ভক্তদের জানিয়েছেন কাঞ্চন৷
advertisement
8/8
দ্বিতীয়বার মেয়ের বাবা হলেন তৃণমূল বিধায়ক অভিনেতা৷ বাবা হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা অভিনেতা৷ কাঞ্চন ও শ্রীময়ীর সন্তানের সুখবরে সমস্ত অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷