Kanchan Mullick-Sreemoyee Chattoraj: হানিমুনের মিষ্টি ছবি পোস্ট শ্রীময়ীর! কাঞ্চনকে দেখেই চমকে গেলেন অনেকেই, কী এমন হল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kanchan Mullick-Sreemoyee Chattoraj: শহর থেকে দূরে ছুটি কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। নীল জলের দেশ মলদ্বীপে অবসর যাপন তাঁদের। নিজেদের বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারকা-দম্পতি।
advertisement
1/5

শহর থেকে দূরে ছুটি কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। নীল জলের দেশ মলদ্বীপে অবসর যাপন তাঁদের। নিজেদের বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারকা-দম্পতি।
advertisement
2/5
সম্প্রতি কালো বিকিনিতে জলে গা ডুবিয়ে লেন্সবন্দি হয়েছেন শ্রীময়ী। স্বামী কাঞ্চনের সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই ছবিকে ঘিরেই শুরু যাবতীয় জল্পনা।
advertisement
3/5
সেই ছবিতে দেখা যাচ্ছে, জলের ধারে একসঙ্গে দাঁড়িয়ে কাঞ্চন-শ্রীময়ী। কাঞ্চনের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিওন সবুজ রঙের হাফ প্যান্ট, চোখে রোদ চশমা। শ্রীময়ীর পরনে কালো টু পিস বিকিনি।
advertisement
4/5
তবে সেই ছবিতে নজর কেড়েছে কাঞ্চনের পা। তাঁর একটি পা স্বাভাবিক দেখালেও, আরেকটি পা-কে খুবই শীর্ণ দেখাচ্ছে। নেটিজেনরা ইতিমধ্যেই সেই ছবি নিয়ে চর্চা শুরু করেছেন। কেউ কেউ ট্রোল করলেও অনেকেই বলছেন ক্যামেরার কারিকুরির কারণেই কাঞ্চনের পা ওরকম দেখাচ্ছে।
advertisement
5/5
তবে ট্রোল-কটাক্ষকে তোয়াক্কা না করেই নিজেদের শর্তে বাঁচছেন কাঞ্চন-শ্রীময়ী। ভালবাসায় বুঁদ হয়ে দিন কাটছে তাঁদের।