TRENDING:

Sreela Majumdar Passes Away: মৃত্যুশয্যায় ইউরোপ-সফরের প্ল্যান করত, ও ভাবেইনি যে... শেষ কয়েকটা দিনের কথা বললেন শ্রীলার স্বামী

Last Updated:
Sreela Majumdar Passes Away: তাঁর এই অসুস্থতার কথা অনেকেই জানতেন না। কেন? এই সিদ্ধান্তে কেন নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী? নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন শ্রীলার স্বামী। জানালেন শেষ কয়েকটি দিনের কথা।
advertisement
1/6
মৃত্যুশয্যায় ইউরোপ প্ল্যান, ও ভাবেইনি যে...শেষ দিনগুলির কথা বললেন শ্রীলার স্বামী
প্রয়াত বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার৷ এই মুহূর্তে টালিগঞ্জের কেওড়াতলার শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর।
advertisement
2/6
গত ৩ বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন শ্রীলা৷ অবশেষে মারণরোগের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি৷ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি৷
advertisement
3/6
কিন্তু তাঁর এই অসুস্থতার কথা অনেকেই জানতেন না। কেন? এই সিদ্ধান্তে কেন নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী? নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন শ্রীলার স্বামী। জানালেন শেষ কয়েকটি দিনের কথা। এবং অভিনেত্রীর এমন সিদ্ধান্তের কারণও জানালেন তিনি।
advertisement
4/6
শ্রীলার স্বামীর কথায়, ‘‘এটা একেবারেই শ্রীলার সিদ্ধান্ত। ও চায়নি বেশি জানাতে। নিজের স্বাস্থ্যের ব্যাপার বলতে চায়নি। তিন বঠর তিন মাস ধরে ক্যানসারে ভুগছিল। তবে এর আগে অনেকবার ও জিতেছে। ক্যানসারকে হারিয়েছে শ্রীলা।’’
advertisement
5/6
‘‘এবারটা আর জিততে পারল না। এবারও ওঁর বিশ্বাস ছিল, জিতে যাবে ক্যানসারকে হারিয়ে। কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে...। শেষ কয়েকটা দিন হাসপাতালেই ইউরোপ যাওয়ার প্ল্যান করছিল। চেয়েছিল আমরা দু’জন আমাদের ছেলেকে নিয়ে যাব।’’
advertisement
6/6
দুর্দান্ত, দুর্ধর্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও বোধহয় সেভাবে তাঁকে উদযাপন করা হয়নি, এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু তাঁর অভিনয়-যাত্রায় চোখ রাখলে এমনটা মনে হতেই পারে, নতুন এই যুগ বোধহয় তাঁকে উপেক্ষা করল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sreela Majumdar Passes Away: মৃত্যুশয্যায় ইউরোপ-সফরের প্ল্যান করত, ও ভাবেইনি যে... শেষ কয়েকটা দিনের কথা বললেন শ্রীলার স্বামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল