Srabanti Chatterjee|| স্বচ্ছ পোশাক, উন্মুক্ত উরু! মালদ্বীপে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী! ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Srabanti Chatterjee at Maldives: *সাদা স্বচ্ছ পোশাকে স্পষ্ট অন্তর্বাস। উন্মুক্ত উরু। ছুটি কাটাতে মালদ্বীপ উড়ে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সপ্তাহের প্রথম দিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাহসী পোশাকে ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই।
advertisement
1/8

*সাদা স্বচ্ছ পোশাকে স্পষ্ট অন্তর্বাস। উন্মুক্ত উরু। ছুটি কাটাতে মালদ্বীপ উড়ে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সপ্তাহের প্রথম দিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাহসী পোশাকে পানীয়ের গ্লাস হাতে নেওয়া ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*গত মাসেই ছেলে ঝিনুক আর তাঁর গার্লফ্রেন্ড দামিনীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী। পাহাড়ের পর এ বারে সোজা সমুদ্রে পাড়ি দিয়েছেন নায়িকা। তবে কি শ্রাবন্তী একাই ছুটি কাটাচ্ছেন? এ প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল নেটদুনিয়ার অন্দরে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*অভিমন্যু এবং দামিনী, দুজনেই ঘুরতে ভালোবাসেন। কখনও রাজস্থান তো কখনও কাশ্মীর, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বেড়াতে যাওয়ার ছবি দেখা যায়। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*এ বারেও অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মলদ্বীপের ঝলক। বিমানের জানলা দিয়েই মলদ্বীপের সৌন্দর্যের পাশাপাশি ফ্রেমবন্দি হয়েছে রিসর্টের অন্দরের ঝলক। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*শ্রাবন্তী চুপি চুপি শহর ছাড়লেও সোমবার তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে মালদ্বীপে ছুটি কাটানোর দারুন সব ছবি। অভিমন্যু-দামিনী তো রয়েছেন, কিন্তু শ্রাবন্তী কী একাই ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে? নাকি সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর চর্চিত বয়ফ্রেন্ড অভিরূপ নাগ চৌধুরী? ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*শোনা যাচ্ছে, চারজনে মিলেই পাড়ি দিয়েছেন মালদ্বীপে। কিন্তু, দামিনী বা অভিমন্যুর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি দেখা গেলেও, কথাও শ্রাবন্তী বা অভিরূপের ঝলক দেখা যায়নি। ফলে শ্রাবন্তী একা গিয়েছেন নাকি, সেই সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*উল্লেখ্য, বিয়ের পর রোশন-শ্রাবন্তী-অভিমন্যু যখন মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তখনও নাকি সঙ্গে গিয়েছিলেন দামিনী। কিন্তু রোশনের সঙ্গে বিয়েটা টেকেনি। আইনি বিচ্ছেদ না হলেও গত বছর অক্টোবর থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*তবে ছেলে তাঁর বরাবরের সঙ্গী সে কথা নায়িকা বলেন সবসময়। মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। প্রায় চার বছর হতে চলা সম্পর্কের কথা প্রথম দিন থেকেই নাকি জানেন শ্রাবন্তী। আর ছেলের প্রেমিকার সঙ্গে দারুণ ভাব শ্রাবন্তীরও। ফলে ঘুরতে যাওয়াতা একেবারেই অস্বাভাবিক নয় তাঁদের কাছে। ছবিঃ ইনস্টাগ্রাম।