Abhimanyu-Damini Romance: কোলে বসিয়ে জড়িয়ে ধরে আদর প্রেমিকাকে, পানীয়র গ্লাস হাতে শ্রাবন্তী পুত্র অভিমন্যু, ভাইরাল অন্তরঙ্গ মুহূর্ত
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Abhimanyu-Damini Romance: প্রেমিকা দামিনীকে কোলে বসিয়ে ছবিতে পোজ দিয়েছেন ঝিনুক৷ আদুরে মুহূর্তে দেখা মাত্রই ছবি ভাইরাল হয়েছে৷ কখনও ডিনার ডেট তো কখনও পার্টি হামেশাই অন্তরঙ্গ মুহূর্তে নজর কাড়েন শ্রাবন্তীর ছেলে ও হবু বউমা৷
advertisement
1/8

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতোই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। সর্বদাই কিছু না কিছু করে খবরের শিরোনামে থাকেন অভিমন্যু। প্রেমিকা দামিনীর সঙ্গে তার মাখোমাখো কেমিস্ট্রি সকলেরই নজর কাড়ে।
advertisement
2/8
বর্ষবরণের পার্টিতে প্রেমিকার সঙ্গে আদরে মত্ত অভিমন্যু। শ্রাবন্তী পুত্রর রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন নায়িকার হবু বউমা দামিনী নিজেই৷ ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ।
advertisement
3/8
দামিনী ও ঝিনুকের প্রেম কারোরই অজানা নয়৷ ২০২১ এর শুরুতেই নিজের প্রেমের কথা স্বীকার করেছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। কলকাতার মডেলের সঙ্গে তার মাখোমাখো সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় হামেশাই নজর কাড়ে৷
advertisement
4/8
দীর্ঘ ৩ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও দামিনী। এবারও একসঙ্গে নতুন বছর উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ঝিনুকের প্রেমিকা৷ কীভাবে নতুন বছর সেলিব্রেট করলেন তাঁরা, সেই ঝলক সামনে আসতেই চর্চা শুরু হয়েছে৷
advertisement
5/8
হাতে পানীয়র গ্লাস ধরে প্রেমিকার সঙ্গে লেন্সবন্দি হয়েছেন শ্রাবন্তী পুত্র৷ এই ছবি দেখা মাত্রই রেগে আগুন হয়েছেন নেটিজেনরা৷ অনেকেই মন্তব্য করে ক্ষোভ উগরে বলেছেন- মায়ের পয়সা থাকলে ছেলে এভাবেই উচ্ছন্নে যায়৷
advertisement
6/8
এখানেই শেষ নয়, অন্য এক ছবিতে প্রেমিকা দামিনীকে কোলে বসিয়ে ছবিতে পোজ দিয়েছেন ঝিনুক৷ আদুরে মুহূর্তে দেখা মাত্রই ছবি ভাইরাল হয়েছে৷ কখনও ডিনার ডেট তো কখনও পার্টি হামেশাই অন্তরঙ্গ মুহূর্তে নজর কাড়েন শ্রাবন্তীর ছেলে ও হবু বউমা৷
advertisement
7/8
লাস্যময়ী শ্রাবন্তীর মতোই সুন্দর তার হবু বউমা। সাইবারবাসী তেমনটাই বলছেন।সৌন্দর্যে বলি নায়িকাদেরও টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা। পেশায় মডেল দামিনী ঘোষ। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ দামিনী। ফ্যানবেস ধরে রাখতেও যে তিনি সিদ্ধহস্ত তা ইনস্টা অ্যাকাউন্ট দেখলেই প্রমাণ মিলবে।
advertisement
8/8
হবু বউমা দামিনীর সঙ্গে দারুণ সম্পর্ক শ্রাবন্তীর৷ ছেলে ও তাঁর প্রেমিকার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে টলি নায়িকাকে৷ বেড়াতে যাওয়া থেকে পার্টি সবটাই তাঁরা একসঙ্গে করেন৷ নতুন বছরে বিদেশি ব্র্যান্ডের একাধিক জিনিস উপহার দিয়েছেন শ্রাবন্তী৷ সেই ছবি শেয়ার করেছেন দামিনী এবং ধন্যবাদও জানিয়েছেন শ্রাবন্তীকে৷