TRENDING:

Durga Puja: বিশেষভাবে সক্ষম শিশুদের মাতৃবন্দনা, মহিষাসুরমর্দিনী রূপে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয়

Last Updated:
বিশেষভাবে সক্ষম শিশুরা মহিষাসুরমর্দিনী রূপে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করে। তারা পরিবেশন করে গণেশ বন্দনা এবং রবি ঠাকুরের বাল্মীকি প্রতিভা নাটক।
advertisement
1/5
বিশেষভাবে সক্ষম শিশুদের মাতৃবন্দনা, দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয়
গ্রুভস এবং পি.বি.অ্যাকাডেমিক স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান “অন্য মহালয়া”। বিশেষভাবে সক্ষম শিশুরা মহিষাসুরমর্দিনী রূপে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করে। তারা পরিবেশন করে গণেশ বন্দনা এবং রবি ঠাকুরের বাল্মীকি প্রতিভা নাটক।
advertisement
2/5
শিশুদের সঙ্গে মঞ্চ ভাগ করে গান পরিবেশন করেন গ্রুভস-এর সদস্য তিতলি চট্টোপাধ্যায় ও রায়া চট্টোপাধ্যায়,যাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছে শিশুরাও।
advertisement
3/5
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী-পরিচালক-নৃত্যশিল্পী ও সমাজকর্মী শোমু মিত্র। তিনি জানান, গ্রুভসের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং এই উদ্যোগ তাঁকে এতটাই অনুপ্রাণিত করেছে যে তিনি সরাসরি মুম্বই থেকে এসে যোগ দেন।
advertisement
4/5
পি.বি. অ্যাকাডেমিক স্কুলের প্রিন্সিপাল মধুপর্ণা অ্যান্ড্রুজ গর্বের সঙ্গে ঘোষণা করেন যে তাঁদের স্কুলে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য পৃথক বিশেষ শিক্ষা বিভাগ রয়েছে। সমাজে এদের আরও যত্ন ও মর্যাদার সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
advertisement
5/5
সাংবাদিক অলিভ মণ্ডলও এই উদ্যোগকে প্রশংসা করে বলেন,শিল্পকলা সমাজে অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। এই আয়োজন সত্যিই প্রমাণ করল—সংস্কৃতির মঞ্চ হতে পারে সমানভাবে সব মানুষের।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Durga Puja: বিশেষভাবে সক্ষম শিশুদের মাতৃবন্দনা, মহিষাসুরমর্দিনী রূপে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল