Adult Star Sophia Leone: ‘ইন্ডাস্ট্রির বিষয়ে মুখ খুললে এমনটাই ঘটবে...’; অ্যাডাল্ট ছবির নায়িকা লিওনির মৃত্যুতে দাবি নেটিজেনদের !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
পরে তাঁর সৎ বাবা মাইক রোমেরো GoFundMe-র মাধ্যমে সোফিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। অথচ মায়ামির বাসিন্দা লিওনি মৃত্যুর দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন।
advertisement
1/7

এক সপ্তাহ আগেই নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল ২৬ বছর বয়সী অ্যাডাল্ট ছবির তারকা সোফিয়া লিওনির দেহ। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে যে, কিছু সময় ধরে কোনও রকম ফোন কলের উত্তর দিচ্ছিলেন না অভিনেত্রী। পরে তাঁর সৎ বাবা মাইক রোমেরো GoFundMe-র মাধ্যমে সোফিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। অথচ মায়ামির বাসিন্দা লিওনি মৃত্যুর দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন।
advertisement
2/7
সোফির সৎ বাবা ওই ফান্ডিং পেজে লিখেছেন যে, “তাঁর মা এবং পরিবারের পক্ষ থেকে ভারাক্রান্ত হৃদয়ে আমাদের প্রিয় সোফিয়ার মৃত্যুর জানাতে হচ্ছে। আর সোফিয়ার আকস্মিক মৃত্যু তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবদের বিধ্বস্ত এবং হতবাক করেছে।”
advertisement
3/7
তিনি আরও বলেন যে, “গত ১ মার্চ, ২০২৪ তারিখে সোফির নিজের অ্যাপার্টমেন্টে থেকেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। স্থানীয় পুলিশ এখনও তদন্ত করছে। এমনকী, তাঁর মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে।” এর পাশাপাশি ওই অভিনেত্রীকে তিনি ‘প্রিয় কন্যা, বোন, নাতনি, ভাইঝি কিংবা বোনঝি এবং বন্ধু’ বলেও সম্বোধন করেছে।
advertisement
4/7
বিবৃতিতে সোফিয়ার সৎ বাবা আরও বলেন, “সোফিয়া ভ্রমণ উপভোগ করতেন এবং নিজের আশপাশে থাকা সকল মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন। এখানেই শেষ নয়, পশু-পাখির প্রতিও ছিল তাঁর গভীর ভালবাসা। এমনকী, সোফিয়ার তিনটি পোষ্যও ছিল।”
advertisement
5/7
বিগত কয়েক মাসে অ্যাডাল্ট বা নীল ছবির দুনিয়ায় এটা চতুর্থ ঘটনা। যা জল্পনা-গুঞ্জনও বাড়িয়ে দিয়েছে। এর মাত্র দিন কয়েক আগেই নীল ছবির তারকা এমিলি উইলিসকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বর্তমানে ভেন্টিলেটরে রয়েছেন তিনি। বাঁচার লড়াই রয়েছে জারি।
advertisement
6/7
নেটিজেনদের বক্তব্য, অ্যাডাল্ট ছবির ইন্ডাস্ট্রিতে আকস্মিক ভাবে মৃত্যুর ঘটনা বেড়ে গিয়েছে। এর আগে মাত্র ৩৬ বছর বয়সে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন ক্যাগনি লি। জানুয়ারিতে ওকলাহোমায় একই পথ বেছে নিয়েছেন জেসি জেন এবং তাঁর প্রেমিক ব্রেট হ্যাসেনমুলারও।
advertisement
7/7
একজন তো লিখেছেন, “প্রথমে ক্যাগনি লিন কার্টার, এখন সোফিয়া লিওনি এবং খুব শীঘ্রই এমিলি উইলিস..আমার সার্চ হিস্ট্রি ধীরে ধীরে যেন সমাধিতে পরিণত হচ্ছে।”অন্য একজনের আবার দাবি, “প্রথমে এমিলি উইলিস এবং বর্তমানে সোফিয়া লিওনি। যখন তুমি আওয়াজ তোলো এবং পর্ন ইন্ডাস্ট্রির সমস্ত কিছু প্রকাশ্যে আনো, তখন এমনটাই হবে। সত্যিটা বললে ওরা তোমায় হত্যা করবে।”