Sonali Chakraborty Passes Away: দীপাবলির আলো নিভল জগদ্ধাত্রী পুজোয়! দাদার কীর্তি-সংসার সংগ্রাম-জননী-বরিশালের বর কলকাতার কনে, ঘরে ঘরে সাদা কালো টিভির সময় থেকেই ঘরের মেয়ে সোনালি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Sonali Chakraborty Passes Away: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোনাল চক্রবর্তীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন
advertisement
1/7

প্রতিটি মানুষের কাছে অত্যন্ত পরিচিতি সোনালি চক্রবর্তী ৷ যখন মানুষের ঘরে ঘরে সাদা কালো টিভি ঠিক তখন থেকেই ড্রয়িং রুম থেকে ক্রমশ প্রতিটি মানুষের মনে পাকাপাকি স্থান করে নিয়েছিলেন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
2/7
সোনালি চক্রবর্তী ছায়াছবি, টিভির সঙ্গে সঙ্গে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে প্রিয় দর্শকদের ভাল লাগার এক আলাদা মাত্রা তৈরি করেছিলেন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
3/7
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া, নন ফিকশন বরিশালের বর কলকাতার কনে ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন সোনালি চক্রবর্তী । ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
4/7
দাদার কীর্তির পাশ্বচরিত্রই হোক না কেন অথবা বাংলা টেলিভিশনের মেগা মেগা জননী ৷ ক্রমেই ঘরের মেয়ে উঠেছলেন সোনালি চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
5/7
শঙ্কর ও সোনালির সোশ্যাল মিডিয়ার ছবিগুলি দেখে মনেই হয় স্বামী-স্ত্রী ঠিক মনের কতখানি কাছাকাছি ছিলেন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
6/7
শঙ্কর চক্রবর্তী ও সোনালি চক্রবর্তীর মেয়ে সাজি, মাঝে মধ্যেই বাবা মায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
7/7
আমাদের পক্ষ থেকেও সোনালি চক্রবর্তীর পরিবারের প্রতি রইল সমবেদনা, তাঁর আত্মার চির শান্তি প্রার্থনা করি ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷