বাইরে ধবধবে সাদা বরফে ঢাকা প্রান্তর, ভিতরে ফুটন্ত গরম জলে শরীর ডোবালেন সোনাক্ষী!
- Published by:Teesta Barman
Last Updated:
Sonakshi Sinha: শ্বেতশুভ্র বিস্তীর্ণ এলাকায় প্রাণভরে নিশ্বাস নিলেন তিনি। আর তাঁর বিশ্বাস এই সফরে তিনি সান্তার দেখাও পেয়েছেন। ইচ্ছাপূরণের দেশে ইচ্ছাপূরণ হল সোনাক্ষীর।
advertisement
1/9

ঠান্ডায় জবুথবু হয়ে রয়েছে বাংলার বিভিন্ন এলাকা। সারা দেশের একাধিক অংশে শৈত্য প্রবাহের সতর্কতা। এমনই একটি সময়ে সোনাক্ষী সিনহার ছবি দেখে আরও যেন হাড় কেঁপে উঠল ভক্তদের।
advertisement
2/9
কোথায় সোনাক্ষী? বরফাবৃত ছবিতে ভর্তি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল। ইগলুদের মতো বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিলেন তিনি।
advertisement
3/9
কিন্তু অমন ঠান্ডায় ব্রালেট পরে কী করছেন সোনাক্ষী? তাও আবার জলে শরীর ডোবানো! কিন্তু হু হু করে কাঁপছেন না তো বলি অভিনেত্রী। কী এর রহস্য? আসলে ছবি দেখে এ কথা স্পষ্ট, ফুটন্ত গরম জলে শরীর গরম করছেন নায়িকা।
advertisement
4/9
সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ডে সফর সেরে এলেন সোনাক্ষী। বরফের দেশে গিয়ে তিনি ইনস্টাগ্রামে ছবি-ভিডিও দিয়ে লিখলেন, 'তোমার যা খুশি বলো, আমি জানিস সান্তা ক্লজের অস্তিত্ব আছে।'
advertisement
5/9
বরফে তৈরি নাইটক্লাবে পার্টি করলেন, বরফ দিয়ে মানুষ বানালেন, নর্দার্ন লাইটস দেখার জন্য ছুটলেন, কাচের ইগলুতে বসে পেটপুজো করলেন, আইস স্কেটিংও করলেন বলি নায়িকা।
advertisement
6/9
ছবি দিয়ে তিনি জানালেন, ঠান্ডা তাঁর একেবারে পছন্দ নয়। শীতকাল পছন্দের ঋতু নয়। তাই নিজের কাছেই প্রশ্ন রাখলেন, 'এত ঠান্ডা, তাও আমি গলে যাচ্ছি কীভাবে!' কারণটা কেবলই প্রাকৃতিক সৌন্দর্য।
advertisement
7/9
মাইনাস ১৪ ডিগ্রিতেও দারুণ সময় কাটালেন সোনাক্ষী। সঙ্গী ছিল হট টাব। আর তাঁর ছবি দেখে স্পষ্ট, নিজের জীবনের অন্যতম সফর করে ফেললেন তিনি।
advertisement
8/9
হট টাবে স্নান করা ছাড়াও হট কোকোয়া খেয়ে, বনফায়ার করে ঠান্ডার হাত থেকে বেঁচেছেন 'আকিরা'।
advertisement
9/9
শ্বেতশুভ্র বিস্তীর্ণ এলাকায় প্রাণভরে নিশ্বাস নিলেন তিনি। আর তাঁর বিশ্বাস এই সফরে তিনি সান্তার দেখাও পেয়েছেন। ইচ্ছাপূরণের দেশে ইচ্ছাপূরণ হল সোনাক্ষীর।