Salman Khan-Somy Ali: চরম ঘনিষ্ঠতায় মত্ত সলমন! সোমির সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, পরের ঘটনা শুনলে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Salman Khan-Somy Ali: সোমি প্রকাশ্যেই জানান, তাঁর আর সলমনের ঘনিষ্ঠতার জন্যই সঙ্গীতা বিয়েটা ভেঙে দেন৷ একদিন সলমনকে তাঁর অ্যাপার্টমেন্টে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা৷
advertisement
1/7

ডেটিং ,সম্পর্ক, বিচ্ছেদ,সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে সলমন খান। বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম সলমন। ঐশ্বর্য রাই থেকে সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ক্যাটরিনা কাইফ, বহু নায়িকার সঙ্গেই প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়।
advertisement
2/7
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়ালেও কারোর সঙ্গে বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়ায়নি সলমন খানের । তবে সঙ্গীতা বিজলানির সঙ্গে নাকি বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল এমনটাও শোনা যায়৷ তবে শেষ পর্যন্ত এই বিয়েও ভেঙে যায় ভাইজানের৷
advertisement
3/7
ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। ভাইজানের সঙ্গে সোমি আলির প্রেমকাহিনি যেন বলিউডের কোনও চিত্রনাট্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের প্রাক্তন প্রেমিকা সোমি এ বিষয়ে মুখ খুলেছেন৷
advertisement
4/7
সোমি প্রকাশ্যেই জানান, তাঁর আর সলমনের ঘনিষ্ঠতার জন্যই সঙ্গীতা বিয়েটা ভেঙে দেন৷ একদিন সলমনকে তাঁর অ্যাপার্টমেন্টে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা৷
advertisement
5/7
সোমি জানান, সলমন সেদিন আমাকে সঙ্গে ছিলেন এবং সঙ্গীতাকে প্রতারণা করেছিলেম৷ তবে পরে একই ঘটনা আনার সঙ্গেই ধরেছিল৷ যা পরে ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম৷
advertisement
6/7
'ম্যায়নে প্যায়ার কিয়া' ছবি দেখেই সলমনের প্রেমে হাবুডুবু খেতে থাকেন সোমি। তারপরই মাকে জানিয়ে দেন সলমনকে বিয়ে করতেই তিনি ভারতে আসবেন। তারপরই বাবার সঙ্গে কথা বলে ভারতে আসার সিদ্ধান্ত নেন সোমি। পাকিস্তান থেকে মুম্বইতে চলে আসেন সোমি। মুম্বইতে এসেই মডেলিং জগতে নিজেক প্রতিষ্ঠিত করেন সোমি। এবং মডেলিংয়ের পাশাপাশি শুরু হয় অভিনয়ও।
advertisement
7/7
মুম্বইতে আসার পর সলমন খানের সঙ্গে সোমি আলির সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয় বি-টাউনে। একটানা ৮ বছর সলমন খানের সঙ্গে সম্পর্কে থাকার পর হঠাৎ করেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। সূত্রের খবর, ঐশ্বর্য রাই বচ্চনই নাকি সোমির থেকে সলমনকে ছিনিয়ে নেন। সোমিও তেমনটাই দাবি করেন৷ তিনি আরও বলেন শারীরিক ও মানসিকভাবেও নাকি নির্যাতন করতেন সলমন৷ অত্যাচার সহ্য করতে না পেরেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান৷