Bollywood Singer: সাপেদের সঙ্গে বিশেষ সম্পর্ক! নিজেকে নিয়ে এ কোন সত্য সামনে আনলেন বলি-গায়ক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood Singer: পাহাড়ের ছেলে গায়ক জুবিন নওটিয়াল। আশৈশব কাটিয়েছেন সেখানেই। কর্মসূত্রে এখন তাঁর স্থায়ী ঠিকানা মুম্বই। কিন্তু সাফল্যের আলোর ছটা তাঁর শিকড় ভুলিয়ে দিতে পারেনি। এ
advertisement
1/5

পাহাড়ের ছেলে গায়ক জুবিন নওটিয়াল। আশৈশব কাটিয়েছেন সেখানেই। কর্মসূত্রে এখন তাঁর স্থায়ী ঠিকানা মুম্বই। কিন্তু সাফল্যের আলোর ছটা তাঁর শিকড় ভুলিয়ে দিতে পারেনি। এক সাক্ষাৎকারে সে কথাই বলেছিলেন তিনি।
advertisement
2/5
সাপ দেখলে অনেকেরই আত্মারাম খাঁচা ছাড়া হয়। কিন্তু জুবিন জানিয়েছেন, তিনি সাপ ভালবাসেন। কারণ পাহাড়ে থাকার কারণে সাপেদের সঙ্গে তাঁর এক প্রকার বন্ধুত্ব গড়ে উঠেছে।
advertisement
3/5
জুবিন বলেন, "আমি সাপেদের খুব ভালবাসি। মনে হয় ওদের সঙ্গে আমার প্রিয় প্রাণী।" শুধু তা-ই নয়। সাপ ধরতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
advertisement
4/5
সাপকে বিন্দুমাত্র ভয় পান না জুবিন। তবে ঝুঁকি নিয়ে কখনও সাপ ধরতে যান না তিনি।
advertisement
5/5
অতীতে এক রিয়্যালিটি শোয়ের মাধ্যমে প্রথম জনসমক্ষে আসেন জুবিন। এর পর বলিউডে একের পর এক গান গেয়ে শ্রোতাদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন তিনি।