TRENDING:

Bollywood Singer Death: কয়েক মুহূর্তেই সব শেষ! রহস্যজনক অবস্থায় গায়িকার দেহ উদ্ধার, শিউরে ওঠা মৃত্যু

Last Updated:
প্রয়াত জনপ্রিয় গায়িকা বিজয়লক্ষ্মী ওরফে মল্লিকা রাজপুত। নিজেরই বাসভবনে ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ। তার পরেই পুলিশ তদন্ত শুরু করে। ময়নাতদন্তে পাঠানো হয় গায়িকার মৃতদেহ। এমনই খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে।
advertisement
1/5
কয়েক মুহূর্তেই সব শেষ! রহস্যজনক অবস্থায় গায়িকার দেহ উদ্ধার, শিউরে ওঠা মৃত্যু
প্রয়াত জনপ্রিয় গায়িকা বিজয়লক্ষ্মী ওরফে মল্লিকা রাজপুত। নিজেরই বাসভবনে ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ। তার পরেই পুলিশ তদন্ত শুরু করে। ময়নাতদন্তে পাঠানো হয় গায়িকার মৃতদেহ। এমনই খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে।
advertisement
2/5
সীতাকুণ্ড এলাকার কোতোয়ালি নগরে মল্লিকার বাড়িতে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় বলে খবর। মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
advertisement
3/5
মল্লিকার মা সুমিতা সিং সংবাদমাধ্যমকে বলেন, "দরজা বন্ধ ছিল। ঘরের লাইট জ্বলছিল। তিনবার এসে ঘুরে গিয়েছি। কিন্তু দরজা খুলতে পারিনি।"
advertisement
4/5
ঘরের মধ্যে গায়িকাকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করেন তাঁর মা। পুলিশ মনে করছে, নিডেকে শেষ করে দেওয়ার চরম পদক্ষেপ করেন গায়িকা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে।
advertisement
5/5
মল্লিকা ইনস্টাগ্রামে লেখা, তিনি গান, গজল এবং চিত্রনাট্য লিখতেন। টি সিরিজের সঙ্গেও নাকি কাজ করেছিলেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, মল্লিকা রাজপুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে রিভলভার রানী ছবিতে কাজ করেছিলেন। এছাড়াও তাঁকে নাকি অনেক ধারাবাহিক, অ্যালবাম এবং ধারাবাহিকেও দেখা গিয়েছে। (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Singer Death: কয়েক মুহূর্তেই সব শেষ! রহস্যজনক অবস্থায় গায়িকার দেহ উদ্ধার, শিউরে ওঠা মৃত্যু
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল