Durnibar Saha-Mohor Sen wedding: শাঁখাপলা হাতে মোহর, হলুদ পাঞ্জাবীতে দুর্নিবারের হাসি, বিয়ের আগে বর-কনের ছবি!
- Published by:Teesta Barman
Last Updated:
Durnibar Saha-Mohor Sen wedding: এবার সেই শুভ মুহূর্তের অপেক্ষা। সমস্ত তর্ক-বিতর্ক ভুলে যখন দু’টি মানুষ এক হবেন। বিয়ের পরে কি নবদম্পতি রূপে সকলের সামনে আসবেন দুর্নিবার-মোহর?
advertisement
1/8

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিয়ে। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী, মোহর সেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা ওরফে মোহরের সঙ্গে বৃহস্পতিবার, ৯ মার্চ সন্ধ্যায় ধুমধাম করে বিয়ে সারবেন দুর্নিবার।
advertisement
2/8
দুপুরে সোশ্যাল মিডিয়া ভরে উঠল হলুদের ছোঁয়ায়। গায়ে হলুদ সারলেন বর-কনে। দুর্নিবার-মোহর নিজেরা কোনও ছবি পোস্ট না করলেও বন্ধুদের পোস্ট করা ছবি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানেই দু’জনের হাসিমুখে ছবি দেখা যাচ্ছে।
advertisement
3/8
সারেগামাপা খ্যাত দুর্নিবার এই নিয়ে দ্বিতীয় বিয়ে সারতে চলেছেন। প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় তাঁর। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্যশিল্পী। কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় বিয়ে। লোকে বলেন, বিবাহবিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তি, মোহর সেন। কিন্তু মোহর বা দুর্নিবার সে অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।
advertisement
4/8
বিয়ের দিন কয়েক আগে ফেসবুকে মোহর লিখেছিলেন, ‘কাউন্টডাউন শুরু’। আর আজ সেই কাউন্টডাউন থেমেছে। কারণ কয়েক ঘণ্টার মধ্যেই চারহাত এক হতে চলেছে। মোহরের পরনে হলুদ শাড়ি। হাতে শাঁখা-পলা। গলায়, কানে সোনার গয়না।
advertisement
5/8
গায়ে হলুদের আচার-অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন মোহর। বাঙালি রীতি মেনেই বিয়ে করছেন তাঁরা। বর-কনে এক জায়গায় না থাকলেও দু’জনেই যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্ধ্যা অনুষ্ঠানের। যখন দেখা হবে মুখোমুখি। অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে সারবেন দুই ভালবাসার মানুষ।
advertisement
6/8
২০২১ সালে কলকাতার একটি রেস্তরাঁয় বর-কনের আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। একসঙ্গে খুব অল্প সময়ে কাটালেও একে অপরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন তাঁরা। মোহর-দুর্নিবারের সম্পর্ক নিয়ে যদিও বিতর্ক কম হয়নি। গায়কের অতীত নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
advertisement
7/8
এবার সেই শুভ মুহূর্তের অপেক্ষা। সমস্ত তর্ক-বিতর্ক ভুলে যখন দু’টি মানুষ এক হবেন। বিয়ের পরে কি নবদম্পতি রূপে সকলের সামনে আসবেন দুর্নিবার-মোহর? শুরুর দিকে নিজেদের সম্পর্ক নিয়ে চুপ থাকলেও মাস কয়েক আগে থেকেই একসঙ্গে ছবি দেওয়া শুরু করেছেন তাঁরা।
advertisement
8/8
দিন কয়েক আগে প্রাক্তন স্বামীকে কটাক্ষ করে মীনাক্ষী একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, ‘নিজের জীবনের ‘রণবীর কাপুর’কে চলে যেতে দেওয়া উচিত, যদি ‘রণবীর সিং’কে জীবেন আহ্বান জানাতে চান। বিশেষ দ্রষ্টব্য: আপনারা যা বুঝছেন, একেবারে সঠিক বুঝছেন।’ মীনাক্ষীর পোস্ট ঘিরে তোলপাড় ফেসবুকে। নেটিজেনরা তাঁকে কেবল বাহবাই দেননি, শেয়ারও করেছেন পোস্টটিকে।