TRENDING:

এবাবা! কনীনিকার চুল কেটে দিলেন সিধু!

Last Updated:
এহেন কাণ্ডকারখানা দেখে সবাই বেশ মজা পেলেন।
advertisement
1/4
এবাবা! কনীনিকার চুল কেটে দিলেন সিধু!
•কখনও কখনও এমন কিছু ঘটনা ঘটে যা বেশ মজার।সেরকমই এক কান্ড ঘটলো শহরে।অনেকদিনের দুই বন্ধু সিধু ও কনীনিকা।দুজনেই হাজির এক এক পার্লারে।কিন্তু হঠাৎ করে এ কী হল সিধুর? হাতে সোজা কাঁচি তুলে নিয়ে সটান কনীনিকার চুল কাটতে শুরু করে দিলেন তিনি।হেয়ার স্টাইলিস্টের জন্য অপেক্ষাও করলেন না।
advertisement
2/4
•কনীনিকা বন্দোপাধ্যায় চুল কাটতে এসেছেন আর চুল কেটে দিচ্ছেন সিধু।এরম দৃশ্য সত্যি চমক লাগালো পূর্ণ দাস রোডের "বেলে কার্লস"এ।উপস্থিত লোকেরা এই মুহূর্ত দেখে সত্যিই বুঝে উঠতে পারছিলেন না আসলে হচ্ছেটা কি! চুল কাটছেন সিধু,হাতে লম্বা কাঁচি,চেয়ারে বসে কনীনিকা চুল কাটছেন।
advertisement
3/4
•দুজনই খুব ভাল বন্ধু কিন্তু এরকম এক মুহূর্তের যে সাক্ষী হতে হবে চুল কাটতে এসে অনেকেই হয়তো ভাবেননি।শুধু কি তাই!এর পর সিধুর চুল ব্লোয়ার দিয়ে শুকিয়ে দিলেন কনীনিকা,চুলের কিছুটা কালারও করলেন সিধু।সেলুনে এসে লোকে নিজেদের প্রয়োজন ভুলে দেখতে লাগলেন এমন চমক ভরা দৃশ্যগুলো।নিজেদের ফোনে তুলে রাখলেন ছবি।
advertisement
4/4
•এহেন কান্ডকারখানা দেখে সবাই বেশ মজা পেলেন।সুদীপ্তা দত্ত,বেলে কার্লস এর সর্বময় কর্তী জানালেন," এই সেলুনের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ।সেখানে এসে দুই বন্ধুর এমন সারপ্রাইজিং কাণ্ডকারখানা দেখে উপস্থিত সবাই বেশ খুশি কিছুটা হতবাকও বটে।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
এবাবা! কনীনিকার চুল কেটে দিলেন সিধু!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল