Shweta Tiwari : কে বলবে বয়স ৪১! শ্বেতার মেয়েও এখন নায়িকা! এখনও সোশ্যালেন ঝড় তুলছেন অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Shweta Tiwari : এই প্রজন্মের অভিনেত্রীদের সহজেই টেক্কা দিতে পারেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
advertisement
1/10

বয়স ৪১। কিন্তু চেহারায় নেই এক ফোঁটাও বয়সের ছাপ। বরং এই প্রজন্মের অভিনেত্রীদের সহজেই টেক্কা দিতে পারেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সম্প্রতি কালো রঙের এই বডিকন ড্রেসে ঝড় তুললেন শ্বেতা।
advertisement
2/10
শ্বেতার মেয়েও এখন নায়িকা হতে চলেছেন। কিন্তু শ্বেতাকে দেখলে কে বলবে, তিনি ২১ বছর বয়সি মেয়ের মা।
advertisement
3/10
কালো রঙের এই শিমারি ড্রেসে শ্বেতা তিওয়ারির আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট। শরীরে এক ফোঁটাও মেদ নেই।
advertisement
4/10
অফ শোল্ডার ড্রেসে লাস্যে ভরা শ্বেতা তিওয়ারি। সোশ্যালে প্রায়ই ঝড় তোলেন অভিনেত্রী।
advertisement
5/10
অফ শোল্ডার এই ড্রেসে স্পষ্ট শ্বেতার ক্লিভলাইনষ সাহসী পোশাকে প্রায়ই ছবি পোস্ট করেন শ্বেতা তিওয়ারি।
advertisement
6/10
সিকুইনড মিনি ড্রেসে শ্বেতা তিওয়ারি কোনও সুন্দরী কিশোরীর থেকে কম নন। কেউ বিশ্বাসই করবেন না তাঁর বয়স ৪০ পেরিয়েছে।
advertisement
7/10
কালো কো-অর্ড পোশাকে অ্যাবস স্পষ্ট শ্বেতা। অভিনেত্রী যে নিয়মিত শরীরচর্চা করেন তা স্পষ্ট।
advertisement
8/10
সিলভার কাটআউট ড্রেসে ফুটে উঠেছে শ্বেতা তিওয়ারির টোনড চেহারা। শরীরী বিভঙ্গ ঢেউ তুলেছে।
advertisement
9/10
যৌবনাসিক্ত শ্বেতা তিওয়ারির। চোখের ভাষাই যেন বলে দেয় বহু কিছু।
advertisement
10/10
পিচ রঙের এই পোশাকে উজ্জ্বল শ্বেতা। টেলিভিশন ধারাবাহিক কসৌটি জিন্দেগি কি থেকে জনপ্রিয় হয়েছিলেন তিনি।