Shweta Tiwari : ৪১-এও মারকাটারি চেহার! লাস্যে ভরা ফোটোশ্যুটে পারদ চড়ালেন শ্বেতা তিওয়ারি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Shweta Tiwari : এবার লম্বা স্লিট দেওয়া ফ্লোরাল ড্রেসে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী।
advertisement
1/10

টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বয়স ৪১। কিন্তু চেহারায় নেই এক ফোঁটাও বয়সের ছাপ। এবার লম্বা স্লিট দেওয়া ফ্লোরাল ড্রেসে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী।
advertisement
2/10
ব্রালেটের উপরে ফ্লোরাল ড্রেস। স্পষ্ট শ্বেতা তিওয়ারির ক্লিভলাইন স্পষ্ট।
advertisement
3/10
শ্বেতা তিওয়ারির মেয়েও এখন নায়িকা। তবে শ্বেতা নিজেই এখনও পারদ চড়ান নিমেশে। কে বলবে তাঁর বয়স ৪০ পেরিয়েছে।
advertisement
4/10
একান্তে কফি মাগ হাতে নিয়ে সুসময় শ্বেতার। ফ্লোরাল ড্রেসের সঙ্গে মানানসই সাজ।
advertisement
5/10
ফুলহাতা ফ্লোরাল ড্রেসে শ্বেতার আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট। নজর ঘোরায় কার এমন সাধ্য়।
advertisement
6/10
টিউব ফেদার ড্রেসের সঙ্গে কার্লি হেয়ার। শ্বেতার হট লুকে নেটিজেন মুগ্ধ।
advertisement
7/10
এই প্রজন্মের অভিনেত্রীদের সহজেই টেক্কা দিতে পারেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
advertisement
8/10
গোলাপি রঙের প্যান্ট স্যুটে স্মার্ট লুক শ্বেতার। কসৌটি জিন্দেগি কি থেকে মুগ্ধ করে আসছেন।
advertisement
9/10
ফ্লোরাল ড্রেসে চমক শ্বেতার। কেউ বলবে বয়স ৪১!
advertisement
10/10
হাসিলে তো মুক্তা ঝরে। ঠিক যেন কোনও ষোড়শী।