Shruti Das: লাল নয়! 'রাঙা বউ'-এর বিয়েতে সাদা শাড়ি! নেপথ্যে বিশেষ কারণ, জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
তবে প্রশংশার পাশাপাশি উঠে এসেছে নানা প্রশ্নও। কেন হঠাৎ এমন সাজ অভিনেত্রীর? কেনই বা 'রাঙা বউ' লাল না পরে বেছে নিলেন সাদা লাল-পাড় শাড়ি?
advertisement
1/7

শ্রুতি দাস শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘রাঙা বউ’। ‘মিস' থেকে 'মিসেস’ হওয়া আনন্দে আত্মহারা নায়িকার সাজও ছিল চোখে পড়ার মতো।
advertisement
2/7
সাজের ক্ষেত্রে ছক ভেঙেছেন শ্রুতি। লাল টুকটুকে কনে বউ নয়। সাদা রঙের সরু লাল পাড় বসানো শাড়ি। গায়ে রুপোর গয়না। মাথায় টায়রা-টিকলি, নাক ভর্তি সিঁদুর, গলায় লাল গোলাপের মালা পরে নজর কেড়েছেন শ্রুতি৷
advertisement
3/7
অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তাঁর এই অন্য রকম বিয়ের সাজও খুব প্রশংসা পেয়েছে। অনেকে লিখেছেন, আর্থিক কারণে বহু বাবা-মা তাঁর মেয়েকে সোনা দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পারেন না বলে বহু মেয়ের বিয়ে ভেঙে যায়। সেখানে শ্রুতির এই সাজ সত্যি অনেককে নতুন দিশা দেখাবে।
advertisement
4/7
তবে প্রশংশার পাশাপাশি উঠে এসেছে নানা প্রশ্নও। কেন হঠাৎ এমন সাজ অভিনেত্রীর? কেনই বা 'রাঙা বউ' লাল না পরে বেছে নিলেন সাদা লাল-পাড় শাড়ি?
advertisement
5/7
অভিনয়ে সবার মন জয় করলেও, নায়িকাকে নানা সময় গায়ের রঙে নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে শুধু অভিনেত্রী হওয়ার পরে নয়, বহু আগে থেকেই তাঁকে নানা খারাপ মন্তব্যের শিকার হতে হত বলে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এসে জানিয়েছিলেন শ্রুতি।
advertisement
6/7
শ্রুতি জানান সাদা জামা পরে তিনি একটি বিয়ে বাড়ি গিয়েছিলেন। সেখানে তাঁকে শুনতে হয়েছিল 'কালো মেয়ে সাদা পরলে খেতে আসে'। তখন তিনি তাঁর অর্থ বোঝেননি। কিন্তু প্রতিবাদী শ্রুতি বড় হয়ে তাঁর কাজ ও আচরণের মাধ্যমে বুঝিয়ে দেন গায়ের রঙটা সব নয়। তিনি যেমন তেমনটাতেই খুশি।
advertisement
7/7
যারা মনে করেন গায়ের রংটাই সব, বিয়েতে সাদা রঙকে প্রাধান্য দিয়ে সমাজের সেই সব মানুষদের যোগ্য জবাব দিয়েছেন শ্রুতি। অন্তত্য নেটিজেনদের একাংশই মনে করছেন তাই। পাশাপাশি যারা নিজের গায়ের রঙ নিয়ে আত্মগ্লানিতে ভোগেন, তাঁদের কাছে শ্রুতি অনুপ্রেরণা।