ইয়াসের ত্রাণ দিতে গিয়ে মৃত লোকনাথ দাসের দুই সন্তানের দায়িত্ব নিলেন শ্রেয়া পাণ্ডে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
লোকনাথের পরিবারকে দিশেহারা হতে দেননি মডেল-অভিনেত্রী তথা সমাজসেবী শ্রেয়া পাণ্ডে। দুই সন্তানের সব দায়িত্ব নিলেন শ্রেয়া পাণ্ডে।
advertisement
1/5

একে করোনায় মানুষের জীবন জেরবার। তায় দোসর ইয়াস। গত বছর আমফানের জেরে বহু মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঠিক তার এক বছর পরেই চলেছে ইয়াসের তাণ্ডব। এই অবস্থায় সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী মানুষের ব্যপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন উল্টোডাঙার লোকনাথ দাস। photo source Facebook
advertisement
2/5
কিন্তু শেষ পর্যন্ত সুন্দরবন পৌঁছানো হয়নি লোকনাথের। সুন্দরবনের বিধ্বস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান লোকনাথ। photo source Facebook
advertisement
3/5
কিন্তু তাঁর মহৎ উদ্দেশ্য ব্যর্থ হয়নি। সুন্দরবনের মানুষজনের কাছে পৌঁছেছে ত্রাণ। এবার পালা মৃত লোকনাথের পরিবারের প্রতি পালটা দায়িত্ব পালন। সে কাজের ভার এবার নিজের কাঁধে তুলে নিলেন মডেল-অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে।photo source Facebook
advertisement
4/5
উল্টোডাঙার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা লোকনাথ দাস স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গত রবিবার ত্রাণ নিয়ে সুন্দরবনের যাওয়ার পথে ঘটকপুকুরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। photo source Facebook
advertisement
5/5
বাড়িতে ছোট ছোট দু'টি বাচ্চা রয়েছে তাঁর। লোকনাথের পরিবারকে দিশেহারা হতে দেননি মডেল-অভিনেত্রী তথা সমাজসেবী শ্রেয়া পাণ্ডে। দুই সন্তানের সব দায়িত্ব নিলেন শ্রেয়া পাণ্ডে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা করেই নয়, লোকনাথের পরিবারের সঙ্গে দেখা করে, তাঁদের ভরসা জুগিয়েছেন শ্রেয়া। photo source Facebook