TRENDING:

Shreya Ghoshal Husband: শ্রেয়ার থেকে কোনও অংশে কম নন গায়িকার স্বামী! সাফল্যে দশ গোল দেবেন শিলাদিত্যও, রোজগারের উৎস কী জানেন?

Last Updated:
Shreya Ghoshal Husband: শ্রেয়া এবং শিলাদিত্য ছোটবেলার বন্ধু। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। তার আগে ন’বছর প্রেম করেছিলেন তাঁরা। ২০২১ সালের ২২ মে শ্রেয়া এবং শিলাদিত্য তাঁদের প্রথম সন্তান, ছেলে দেবযানের জন্ম দেন।
advertisement
1/8
শ্রেয়ার থেকে মোটেও কম নন তাঁর স্বামী! সাফল্যে দশ গোল দেবেন শিলাদিত্য, পেশা কী?
বহরমপুরের মেয়ে শ্রেয়া ঘোষাল। আজ তিনি বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী। তাঁর সুরের মূর্ছনায় মুগ্ধ গোটা পৃথিবী। পেশাগত জীবনে তিনি যা যা অর্জন করেছেন, তা সত্যিই অতুলনীয়।
advertisement
2/8
নিউজ18-এর তথ্য অনুযায়ী, পাঁচবার জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন। যাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০-১৮৫ কোটি টাকার কাছাকাছি।
advertisement
3/8
অন্যদিকে পেশাগত জীবনে পিছিয়ে নেই শ্রেয়ার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়। ব্যবসায়িক জগতে বেশ নাম অর্জন করেছেন তিনি।
advertisement
4/8
শ্রেয়ার স্বামী শিলাদিত্য Truecaller-এর একজন উচ্চপদস্থ আধিকারিক। কলার আইডি এবং স্প্যাম ব্লক করার জন্য শীর্ষস্থানীয় স্মার্টফোন অ্যাপে কাজ করেন তিনি৷ শিলাদিত্য ২০২২ সালের এপ্রিল থেকে ‘ট্রুকলার ফর বিজনেস’-এর গ্লোবাল হেড হিসাবে নিযুক্ত হন।
advertisement
5/8
স্টকহোমে সদর দফতর। Truecaller-এর বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সুইডিশ কোম্পানির। ২০২৩ সালের জানুয়ারি-ডিসেম্বরে মোট আয়- SEK 1,740.4 (প্রায় ১৪০৬ কোটি টাকা)।
advertisement
6/8
শিলাদিত্যের লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি ব্যবসা উন্নয়ন, মোবাইল অ্যাপ্লিকেশন, সফ্টওয়্যার প্রকল্প পরিচালনা, পণ্য ব্যবস্থাপনা এবং অটোমেশন সিস্টেম একীকরণে বিশেষজ্ঞ। এর আগে CleverTap-এ কাজ করতেন। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে বিই করেছেন তিনি।
advertisement
7/8
Truecaller-এ যোগ দিয়ে শিলাদিত্য নতুন চাকরি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখান থেকে আরও স্পষ্ট হয় তাঁর পেশাগত জীবনের রেখাচিত্র আরও অনেকটাই উপরে উঠেছে।
advertisement
8/8
শ্রেয়া এবং শিলাদিত্য ছোটবেলার বন্ধু। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। তার আগে ন’বছর প্রেম করেছিলেন তাঁরা। ২০২১ সালের ২২ মে শ্রেয়া এবং শিলাদিত্য তাঁদের প্রথম সন্তান, ছেলে দেবযানের জন্ম দেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shreya Ghoshal Husband: শ্রেয়ার থেকে কোনও অংশে কম নন গায়িকার স্বামী! সাফল্যে দশ গোল দেবেন শিলাদিত্যও, রোজগারের উৎস কী জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল