Shovan-Sohini Wedding: আজ দু'জনেরই প্রাক্তন ছাদনাতলায়, শোভন-সোহিনীর বিয়ে! 'স্মৃতি' মুছলেন রণজয়, কী লিখলেন স্বস্তিকা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রাক্তন প্রেমিকের বিয়ের আগের দিন নিজের একটি মিরর সেলফি শেয়ার করেছেন স্বস্তিকা দত্ত। হাত দিয়ে চোখ ঢেকে হাসতে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাপশনে লেখা, ‘Hii grey’
advertisement
1/10

গত বছর থেকেই টলিপাড়ায় খবর, প্রেম করছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। যদিও দুই তারকার কেউই এই ব্যাপারে বিশেষ কিছুই বলেননি। এবার সাতপাকে বাঁধা পড়ছেন বহুচর্চিত দম্পতি। আর দিনটা কিন্তু আজই।
advertisement
2/10
শহর থেকে কিছুটা দূরে একটা ফার্ম হাউজে অনুষ্ঠান হবে। থাকবেন দুই বাড়ির ঘনিষ্ঠ আত্মীয়েরা।
advertisement
3/10
তবে অতীত তো সবারই থাকে। টলিউডের এই মিষ্টি সুন্দরী নায়িকারও আছে। সোহিনী-শোভনের বিয়েতে কী করছেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক রণজয়, তা জানতে উদগ্রীব সবাই।
advertisement
4/10
শোভন-সোহিনীর বিয়ের সকালে নিজের একটি ভিডিয়ো পোস্ট করে রণজয় লেখেন, “স্মৃতি এবং খসড়া সাফাই।”
advertisement
5/10
‘গুড্ডি’ সিরিয়ালের পর আবার একসঙ্গে এসেছেন রণজয় শ্যামৌপ্তি।
advertisement
6/10
রণজয়ের কথায়, ‘গুড্ডির পর আমাদের অন্যভাবে দেখবে দর্শকেরা। আমার আর শ্যামৌপ্তির প্রথম মিউজিক ভিডিও। চূড়ান্ত রোমান্টিক একটি গান। সেভাবেই শ্যুটও হয়েছে। বলিউডের মেনস্ট্রিম ছবির মতো একেবারেই।’
advertisement
7/10
সোহিনীর জন্য তাঁর শুভকামনা রয়েছে সব সময়েই।
advertisement
8/10
সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে টলিউডের নায়িকা স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক শোভন। প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করেন নায়িকার সঙ্গে। তবে গত বছর আচমকাই ভেঙে যায় সেই প্রেম। যদিও তার কারণ যদিও এখনও অজানা।
advertisement
9/10
প্রাক্তন প্রেমিকের বিয়ের আগের দিন নিজের একটি মিরর সেলফি শেয়ার করেছেন স্বস্তিকা দত্ত। হাত দিয়ে চোখ ঢেকে হাসতে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাপশনে লেখা, ‘Hii grey’
advertisement
10/10
সূত্রের খবর, সোহিনী লাল বেনারসি শাড়ি পরবেন এবং শোভন ধুতি-কুর্তা পরবেন। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ এবং মটন। থাকছে না বিরিয়ানি। চলতি বছর, শীতে ইন্ডাস্ট্রির সকলের জন্য একটি পার্টি আয়োজন করা হবে বলে খবর।