TRENDING:

Sholay: ‘শোলের’ এই সিনেই চলে সেন্সর বোর্ডের কাঁচি! ৫০ বছরে সামনে সেই দৃশ‍্য, কী ছিল ওই সিনে? কেন ছেঁটে ফেলা হয়? জানলে ঘুম উড়ে যাবে

Last Updated:
Sholay Deleted Scenes: সেন্সর বোর্ডের কাঁচি চলেছিল ‘শোলের’ দৃশ‍্যেও। বেশ কয়েকটি দুর্ধর্ষ দৃশ‍্যকে বাদ দিয়ে দিয়েছিল সেন্সর বোর্ড।
advertisement
1/10
‘শোলের’ এই সিনেই চলে সেন্সর বোর্ডের কাঁচি! ৫০ বছরে সামনে সেই দৃশ‍্য, কী ছিল ওই সিনে?
দেখতে দেখতে প্রায় ৫০ বছরের দোর গোড়ায় দাঁড়িয়ে ‘শোলে’। ১৯৭৫ সালের ১৫ অগস্ট মুক্তি পেয়েছিল এই ছবি। তবু এত বছর পেরিয়েও কেবল সিনেমার তকমা ছাপিয়ে রমেশ সিপ্পির এই ছবি জায়গা করে নিয়েছে দেশবাসীর নস্ট‍্যালজিয়ায়। জয়, বীরু থেকে বসন্তী, প্রত‍্যেক চরিত্র এখনও উজ্জ্বল দর্শকদের মনে।
advertisement
2/10
হিন্দি ছবির ইতিহাস ঘাঁটতে বসলে প্রথম দিকেই থাকবে শোলের কথা। প্রবল জনপ্রিয়তা পাওয়া এই ছবি এখনও টিভিতে চললে, চ‍্যানেল পাল্টাতে ভুলে যাবেন বহুজন।
advertisement
3/10
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং আমজাদ খান অভিনীত এ ছবি সেকালে বক্স অফিস কাঁপিয়েছে। অসাধারণ গল্প, অনবদ‍্য অভিনয়, আরডি বর্মনের সুরে অভূতপূর্ব প্রতিটি গান, ‘শোলের’ সাফল‍্য গাথায় সকলেরই অবদান সমান।
advertisement
4/10
সব মিলিয়ে সিনেমার গণ্ডি ছাড়িয়ে ‘শোলে’ কখন যেন হয়ে উঠেছে ‘কাল্ট’। এই ছবি নিয়ে এখনও দর্শকদের বিপুল আগ্রহ। কিন্তু জানেন কি এই ছবিরই অনেক দৃশ‍্য মুছে ফেলা হয়েছিল।
advertisement
5/10
সেন্সর বোর্ডের কাঁচি চলেছিল ‘শোলের’ দৃশ‍্যেও। বেশ কয়েকটি দুর্ধর্ষ দৃশ‍্যকে বাদ দিয়ে দিয়েছিল সেন্সর বোর্ড। ৫০ বছরে পর সামনে এল সেরকমই একটি ছেঁটে ফেলা দৃশ‍্য।
advertisement
6/10
সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শোলের সেই ‘ডিলিটেড সিনস’, এই ছবির বাদ যাওয়া দৃশ‍্য। সেন্সর বোর্ড সেসময় এই ছবির বেশ কিছু দৃশ‍্যে কাঁচি চালায়। বাদ পড়ে সেইসব দৃশ‍্য।
advertisement
7/10
এই ছবিতে ‘গব্বর সিং’-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন আমজাদ খান। তাঁর অভিনয়ের জেরে ‘গব্বর’-এর দৃশ‍্যগুলি রীতিমতো শিহরণ জাগায়। তবে জানেন কি ‘গব্বর’ নির্মমতায় কাঁচি চালায় সেন্সর বোর্ড।
advertisement
8/10
ওল্ড ইজ গোল্ড নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘শোলে’ ছবির একটি ছবি শেয়ার করা হয়েছে। বেশ ভাইরাল হচ্ছে এই ছবি। ছবিতে আমজাদ খানকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর শচীন পিলগাঁওকরকে পাশেই মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
advertisement
9/10
ছবিতে আহমেদ চরিত্রে অভিনয় করেছেন শচীন। ছবিতে দেখা যাচ্ছে, শচীনকে চুল ধরে টেনে তুলছেন গব্বর। চারিদিকে দস্যুদের দেখা যাচ্ছে। ছবিটি থেকে এই দৃশ্যটি কাটা হয়েছে।
advertisement
10/10
যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবিটি শেয়ার করে জানান হয়েছে, ১৯৭৫ সালে শোলে মুক্তি পাওয়ার পর এই দৃশ‍্য কেটে ফেলা হয়। কারণ এই দৃশ‍্যে ছিল অতিরিক্ত হিংস্রত এবং গব্বরের নিষ্ঠুরতা। তবে ফের ভাইরাল হাওয়া ছবিই প্রমাণ, ৪৯ বছর পরেও সমান জনপ্রিয় ‘শোলে’।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sholay: ‘শোলের’ এই সিনেই চলে সেন্সর বোর্ডের কাঁচি! ৫০ বছরে সামনে সেই দৃশ‍্য, কী ছিল ওই সিনে? কেন ছেঁটে ফেলা হয়? জানলে ঘুম উড়ে যাবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল