TRENDING:

কেন বারবার গর্ভপাত করিয়েছিলেন অপু? শাকিবের ভূমিকা কী? ভিডিওয়ে বিস্ফোরক বুবলি

Last Updated:
শাকিব জানিয়েছিলেন, সন্তানদের মায়েদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ছেলেদের দায়িত্ব তিনি নেবেন। তাঁদের বড় করা, তাঁদের পড়াশোনার খরচ তিনি বহন করবেন। কিন্তু সম্প্রতি বুবলি দাবি করলেন, শাকিব দায়িত্ব নেননি।
advertisement
1/12
কেন বারবার গর্ভপাত করিয়েছিলেন অপু? শাকিবের ভূমিকা কী? ভিডিওয়ে বিস্ফোরক বুবলি
২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব খান এবং শবনম বুবলি। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম। আর এই সমস্ত তথ্য গোপন ছিল এতগুলো বছর।
advertisement
2/12
সম্প্রতি চলতি বছর ৩০ সেপ্টেম্বর শাকিব-বুবলির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তার পর থেকেই বিতর্ক তুঙ্গে। এর আগে বাংলাদেশের আর এক অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব। তাঁর সঙ্গে বিচ্ছেদের জন্য অনেকেই শবনমকে দায়ী করেন।
advertisement
3/12
সম্প্রতি একটি ফেসবুক ভিডিও করে সে প্রসঙ্গে মুখ খোলেন বুবলি। শাকিবের সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদের কথাও জানান তিনি। এখন তাঁদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে?
advertisement
4/12
বুবলি বলেন, "আমার জন্য কারও সংসার ভাঙেনি। আমি কারও মাঝে আসিনি। আমি শাকিব-অপুর মাঝে আসার আগেই তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অপু বিশ্বাস নিজেই জানিয়েছিলেন যে, শাকিবের সঙ্গে তাঁর এক বছর যোগাযোগ নেই। তখন তো আমি ছিলাম না।"
advertisement
5/12
বুবলি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে তিনি জানতে পারেন, অপু নাকি তিন-চার বার গর্ভপাত করিয়েছিলেন শাকিবের সঙ্গে থাকাকালীন। নায়িকার কথায়, ''তার মানে সন্তান আনতে চাননি তাঁরা। তিনি বলেছেন বেশ কিছু জায়গায়, তাঁদের মধ্যে এরকম কথা হয়েছিল, বাচ্চা চাইলে সংসার থাকবে না।''
advertisement
6/12
তিন বার নাকি সন্তান নিতে পারেননি অপু। চার নম্বর বার চিকিৎসক গর্ভপাত করাতে রাজি হননি। বুবলির বক্তব্য, ''এই সময়গুলো তো আমি ছিলাম না। কোনও সুখী সংসারে এরকম হয়? আমি তো কোথাওই নেই তখন, তাও আমার নাম উঠছে কেন?''
advertisement
7/12
শাকিবের দ্বিতীয় স্ত্রীর কথায়, "অনেকে বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সাহায্য নিই। এই কথাটাও সম্পূর্ণ ভুল। স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার দায়িত্ব। আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড় অঙ্কের খরচ হয়েছে। তখন শাকিব মাত্র ১৫ হাজার ডলারের মতো সাহায্য করেছিলেন।"
advertisement
8/12
শাকিবের বুবলিকে দেওয়া উপহারের খবর ফেসবুকে ব্যঙ্গ করে পোস্ট করেছিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী নায়িকা অপু। তা নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। পরে শাকিব জানান, সে কথা মিথ্যে।
advertisement
9/12
অপুর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বহু আগেই। বুবলির সঙ্গেও শাকিবের সম্পর্কের তাল কেটেছে। রাখঢাক না করেই অভিনেতা বলেছিলেন "কেউই বিচ্ছেদের পথে হাঁটবে ভেবে সম্পর্কে যায় না। অপু এবং বুবলি, দু'জনেই আমার সন্তানদের মা। কিন্তু ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।"
advertisement
10/12
কিন্তু একইসঙ্গে শাকিব জানিয়েছিলেন, সন্তানদের মায়েদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ছেলেদের দায়িত্ব তিনি নেবেন। তাঁদের বড় করা, তাঁদের পড়াশোনার খরচ তিনি বহন করবেন। কিন্তু সম্প্রতি বুবলি দাবি করলেন, শাকিব দায়িত্ব নেননি।
advertisement
11/12
তাঁর দাবি, শাকিব যখন যতটুকু চান, ততটুকুই সাহায্য করেন। তার বাইরে ছেলের সমস্ত খরচ শবনম নিজেই করেন। এরই মাঝে শাকিবের সঙ্গে পূজা চেরির সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল।
advertisement
12/12
পূজাকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তা মিথ্যে রটনা বলে দাবি করেছেন শাকিব নিজেই। সায় দিয়েছেন পূজাও। কিন্তু কয়েক জনের ধারণা, পূজাকেও বিয়ে করেছেন শাকিব, কিন্তু সে কথা কাউকে জানাতে চাইছেন না নাকি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কেন বারবার গর্ভপাত করিয়েছিলেন অপু? শাকিবের ভূমিকা কী? ভিডিওয়ে বিস্ফোরক বুবলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল