Raj Kundra-Shilpa Shetty: উৎসবের মরশুমে খারাপ খবর! ঘর ভাঙছে রাজ-শিল্পার? পোস্ট ঘিরে তুমুল হইচই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Raj Kundra-Shilpa Shetty: অতীতের তিক্ত স্মৃতি ভুলে নতুন করে রাজের সঙ্গে সংসার সাজিয়েছিলেন শিল্পা। কিন্তু এ বার কি সেই সংসারেই ফাটল?
advertisement
1/5

হাজার ঝড়ঝাপটা একসঙ্গে পেরিয়েছেন তাঁরা। জমেছে মান - অভিমানের পাহাড়। সেই পাহাড় ডিঙিয়েই ফের এক হওয়া। রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির গল্পটা যেন এ রকমই।
advertisement
2/5
পর্ন-কাণ্ডে রাজের নাম জড়ানোর পর ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে। হাজতবাসও করেছেন ধনী এই ব্যাবসায়ী। সেই বিতর্কের মাঝেও স্বামীর পাশে ছিলেন শিল্পা।
advertisement
3/5
অতীতের তিক্ত স্মৃতি ভুলে নতুন করে সংসার সাজিয়েছিলেন রাজের সঙ্গে। কিন্তু এ বার কি সেই সংসারেই ফাটল?
advertisement
4/5
সম্প্রতি 'x' অ্যাপে একটি পোস্ট দিয়েছেন রাজ। সেখানে লেখা ' আমরা আলাদা হচ্ছি। এই কঠিন অধ্যায়ে আমাদের একটু সময় দিন!'
advertisement
5/5
কার উদ্দ্যেশে রাজের এই পোস্ট, তা বোঝার উপায় নেই। তবে আলাদা হওয়ার কথা দেখে অনেকেই ধরে নিয়েছেন স্ত্রী শিল্পার সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে। সে কথাই হয়ত সকলকে জানাচ্ছেন তিনি। কেউ কেউ আবার বলছেন, সবটাই প্রচারের জন্য। আদৌ তাদের মধ্যে কোনও সমস্যাই হয়নি।