Sharmila Tagore Rajesh Khanna: রাজেশ খান্নার বদভ্যাসের জন্যই হিট জুটি ভাঙতে বাধ্য হয়েছিলেন শর্মিলা ঠাকুর, কারণ জানলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sharmila Tagore Rajesh Khanna: অন-স্ক্রিনে অন্যতম সেরা জুটি ছিলেন শর্মিলা-রাজেশ। কিন্তু কেরিয়ারের এক সময় রাজেশ খান্নার সঙ্গে ছবি করতে আর রাজি ছিলেন না শর্মিলা। কিন্তু কেন?
advertisement
1/9

কথায় বলে আমাদের জীবনে সময় হল সবচেয়ে দামি। সময়ের মূল্য দিতে না জানলে জীবন তা ঠিক চুকিয়ে নেয়। সময়ের থেকে মূল্যবান সম্পদ আর কিছুই নেই। এই কথাগুলো খুবই প্রযোজ্য বলিউডের বিখ্যাত জুটি শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্নার জন্য। কারণ জানলে চমকে যাবেন।
advertisement
2/9
অন-স্ক্রিনে অন্যতম সেরা জুটি ছিলেন শর্মিলা-রাজেশ। কিন্তু কেরিয়ারের এক সময় রাজেশ খান্নার সঙ্গে ছবি করতে আর রাজি ছিলেন না শর্মিলা। কিন্তু কেন?
advertisement
3/9
১৯৬৯ সালে প্রথম অন-স্ক্রিনে জুটি বেঁধে আরাধনা ছবি করেছিলেন শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্না। এরপর অসংখ্য হিট ছবি করেছেন তাঁরা একসঙ্গে। অমরপ্রেম, সফর, দাগ-এর মতো সুপারহিট সব ছবি আজও সমান জনপ্রিয়।
advertisement
4/9
কিন্তু জানেন কি, একটি খারাপ কারণে, বিরক্তিতে শেষ পর্যন্ত রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে ছবি করবেন না জানিয়ে দিয়েছিলেন শর্মিলা। অডিওবুক রাজেশ খান্না: এক তনহা সিতারা-য় রাজেশ খান্নার মৃত্যুর দশম বার্ষিকীতে শর্মিলাই সেকথা জানান।
advertisement
5/9
শর্মিলা জানিয়েছেন, রাজেশ খান্না শ্যুটিং সেটে খুবই দেরিতে আসতেন। শর্মিলা সকাল ৮টায় সেটে পৌঁছে যেতেন। চাইতেন সন্ধে ৮টার মধ্যে পরিবারের কাছে ফিরতে।
advertisement
6/9
কিন্তু তা হত না। শর্মিলা বলেছেন, 'কোনওদিন তা হত না কারণ কাকা কোনওদিন টাইমে পৌঁছতেন না। ১২-৯ টার শিফটে কাজ করতে হত। কাজও সময় মতো শেষ করতেন না। গোটা ইউনিট খুব চাপ নিয়ে কাজ করত। এটাই যেন নিয়ম হয়ে উঠেছিল যেহেতু আমি ও কাকা অনেক ছবি করতাম'।
advertisement
7/9
সেই সময় পরিবার ও কাজের মধ্যে খানিকটা দ্বন্দ্বে পরেছিলেন শর্মিলা। হিট জুটি হওয়া সত্ত্বেও সেই সময় রাজেশ খান্নার সঙ্গে অন-স্ক্রিন জুটি ত্যাগ করেছিলেন শর্মিলা। রাজেশও চাইছিলেন না একই নায়িকার সঙ্গে একাধিক ছবি করতে।
advertisement
8/9
সেই সিদ্ধান্তের পর আর একসঙ্গে কোনও ছবি করেননি শর্মিলা ও রাজেশ। ২০১১ সালে ১৮ জুলাই ক্যানসারে আক্রান্ত রাজেশ খান্না ৬৯ বছরে প্রয়াত হন।
advertisement
9/9
শর্মিলা ১৩ বছর পর সম্প্রতি ওটিটি-তে গুলমোহর ছবিতে অভিনয়ে ফিরেছেন।