TRENDING:

Shakti Kapoor-Mithun Chakraborty: ‘র‍্যাগিং করেন আমায়! অন্ধকার ঘরে ফেলে রেখে কাঁদিয়েছিলেন…’ মিঠুনকে নিয়ে বিস্ফোরক শক্তি

Last Updated:
Shakti Kapoor-Mithun Chakraborty: শ্রদ্ধা কাপুরের বাবার দাবি, মিঠুন এবং তাঁর বন্ধুরা শক্তিকে র‌্যাগিং করেছিলেন। কীভাবে মিঠুন তাঁর বন্ধুদের সঙ্গে শক্তির চুল কেটে রাতে একটি ঘরে বন্দি করে রেখে দিয়েছিলেন। ভয়ে কেঁদে ফেলেন শক্তি।
advertisement
1/7
‘র‍্যাগিং করেন আমায়! অন্ধকার ঘরে ফেলে রেখে কাঁদিয়েছিলেন…’ মিঠুনকে নিয়ে  শক্তি
শক্তি কাপুর এবং মিঠুন চক্রবর্তী। বলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা তাঁরা। কিন্তু আলাপের সূত্রপাত কিন্তু বলিউডে অভিনয় শুরু করার অনেক আগে। কিন্তু তাঁদের সম্পর্কের ইতিহাসটা যে এরকম, তা কে জানত! পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-এ তাঁদের আলাপ। মিঠুন ছিলেন শক্তির সিনিয়র।
advertisement
2/7
সদ্য সেসব দিনের ঘটনার কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শক্তি। শ্রদ্ধা কাপুরের বাবার দাবি, মিঠুন এবং তাঁর বন্ধুরা শক্তিকে র‌্যাগিং করেছিলেন। কীভাবে মিঠুন তাঁর বন্ধুদের সঙ্গে শক্তির চুল কেটে রাতে একটি ঘরে বন্দি করে রেখে দিয়েছিলেন। ভয়ে কেঁদে ফেলেন শক্তি।
advertisement
3/7
সাক্ষাৎকারে শক্তি জানান, দিল্লি থেকে পুণে যাওয়ার সময় রবি বর্মণ এবং অনিল বর্মণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। রবির বোনের বিয়ে হয়েছিল বিনোদ খান্নার পরিবারে, তাই তারা মুম্বইতে বিনোদের বাড়ি গিয়েছিলেন। সেখানে বিনোদ খান্না, রাকেশ রোশন এবং রাজেশ রোশনের সঙ্গে পাঁচ তারা হোটেলে বসে নৈশভোজও সারেন।
advertisement
4/7
রাকেশ তাঁদের সঙ্গে হোস্টেলে যান। প্রবেশ করার পরেই দেখতে পান, এক ছাত্র শরীরচর্চা করছেন। তিনিই মিঠুন চক্রবর্তী। রাকেশকে দেখে তাঁকে প্রণাম করেন মিঠুন। শক্তি তাঁকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘‘বিয়ার খেতে চাও?’’ মিঠুন উত্তর দেন, ‘আমি মদ খাই না।’
advertisement
5/7
কিন্তু রাকেশ এবং প্রমোদ খান্না চলে যাওয়ার পরে, মিঠুন সঙ্গে সঙ্গে শক্তির চুলের মুঠি ধরেন। শক্তিকে মনে করিয়ে দেন, মিঠুন তাঁর সিনিয়র। তারপর একটি ঘরে নিয়ে গিয়ে কোণে ফেলে রাখেন।
advertisement
6/7
দুই বন্ধুকেও ডেকেছিলেন মিঠুন। তাঁরা ঘরের আলো নিভিয়ে, শক্তির মুখে স্পটলাইট ফেলে জিজ্ঞেস করেন, ‘‘তুমি বিয়ার খেতে চাও?’’
advertisement
7/7
মিঠুন এবং শক্তি কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার পর একাধিক ছবিতে কাজ করেছেন। ‘বাদল’, ‘পেয়ার কা কর্জ’, ‘দালাল’, ‘গুন্ডা’, এবং ‘ক্রান্তি ক্ষেত্র’-র মতো ছবিতে একসঙ্গে দেখা যায় এই দুই অভিনেতাকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shakti Kapoor-Mithun Chakraborty: ‘র‍্যাগিং করেন আমায়! অন্ধকার ঘরে ফেলে রেখে কাঁদিয়েছিলেন…’ মিঠুনকে নিয়ে বিস্ফোরক শক্তি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল