Shah Rukh Khan Injured: কোটি কোটি ভক্তদের জন্য দুঃসংবাদ! 'কিং'-এর শ্যুটিং ফ্লোরে আহত শাহরুখ খান, আমেরিকায় চলছে চিকিৎসা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Shah Rukh Khan Injured: শ্যুটিং ফ্লোরে আহত কিং খান। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই সুপারস্টার। চোটের সুনির্দিষ্ট তথ্য গোপন থাকলেও সূত্রের খবর, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা উড়ে গিয়েছেন শাহরুখ। আর এই খবরে মন খারাপ 'বাদশাহ' ভক্তদের।
advertisement
1/6

*শ্যুটিং ফ্লোরে আহত কিং খান। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই সুপারস্টার। চোটের সুনির্দিষ্ট তথ্য গোপন থাকলেও সূত্রের খবর, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা উড়ে গিয়েছেন শাহরুখ। আর এই খবরে মন খারাপ 'বাদশাহ' ভক্তদের।
advertisement
2/6
*শাহরুখ খানের অ্যাকশন-প্যাকড থ্রিলার 'কিং' ২০২৬ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে যে অন্যতম হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের মে মাসে সিনেমার শুটিং শুরু হয়েছে। শাহরুখের ফ্যানরা অধীর আগ্রহে প্রতিটি আপডেট ট্র্যাক করছেন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*সূত্রের খবর, 'চোট তেমন গুরুতর নয়, পেশিতে টান পড়েছে শাহরুখ খানের।" এই প্রথমবার নয়, স্টান্টের শ্যুটিংয়ের সময় এর আগেও একাধিকবার আঘাত পেয়েছেন তিনি। সূত্রের খবর, অভিনেতার টিম বিদেশে সতর্কতামূলক পরিষেবা বেছে নিয়েছিল, যাতে তিনি সবচেয়ে ভাল চিকিৎসা পান। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*চিকিৎসকরা শাহরুখকে কমপক্ষে এক মাসের জন্য সম্পূর্ণ বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে ছবিটির শ্যুটিং শিডিউল স্থগিত করা হয়েছে। ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওর মতো লোকেশনগুলি প্রাথমিকভাবে জুলাই এবং অগাস্টে বুকিং করা হয়েছিল, তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বুকিং বাতিল করা হয়েছে। পরবর্তীতে বলিউড বাদশাহ সুস্থ হলে সেপ্টেম্বর বা অক্টোবরে ফের শ্যুটিংয়ের আকজ শুরু হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা এবং সুহানা খানের মতো তারকারা রয়েছেন এই 'কিং'-এ। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*সিনেমার আনুষ্ঠানিক মুক্তির দিনক্ষণ এখনও নিশ্চিত না হলেও, ইন্ডাস্ট্রিতে গুঞ্জন গান্ধী জয়ন্তী অর্থাৎ ২০২৬ সালের ২ অক্টোবর ছবি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমানে শ্যুটিং ব্যাহত হওয়ায় তা আরও পিছিয়ে যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সংগৃহীত ছবি।