Shah Rukh Khan: বলিউডে তাঁর মসনদ হবে কার! জবাব দিলেন স্বয়ং শাহরুখ, কাকে জায়গা ছাড়লেন বাদশা
- Published by:Sanchari Kar
Last Updated:
Shah Rukh Khan: 'পাঠান'-এর হাত ধরে চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্যও। বিশ্বজুড়ে হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি।
advertisement
1/6

বলিউডে তিন দশক পার। 'বাদশা'র মসনদ জুড়ে আজও রয়েছেন একজন। শাহরুখ খান। বিগত কয়েক বছরে তিনি একাধিক বিতর্কে জড়িয়েছেন। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর ছবি।
advertisement
2/6
তবে হার মানেননি শাহরুখ। রাজার মতো করেই ফিরেছেন তিনি। দেখিয়ে দিয়েছেন এ ভাবেও ফিরে আসা যায়। কিন্তু ভবিষ্যতে অভিনেতা অবসর নিলে তাঁর জায়গা নেবে কে? সম্প্রতি এক অনুরাগী শাহরুখকে ট্যুইটাকে এই প্রশ্ন করেন।
advertisement
3/6
উত্তর দিয়েছেন শাহরুখও। বলিউডের 'ভালবাসার বিগ্রহ'-র উত্তর, "আমি কখনও অভিনয় থেকে অবসর নেব না। আমাকে বার করে দিতে হবে। কিন্তু তার পরেও আমি আরও আকর্ষণীয় হয়ে ফিরে আসব।"
advertisement
4/6
অর্থাৎ নিজের মসনদ যে তিনি কারও জন্যই ছেড়ে দেবেন না, তা স্পষ্ট করে দিলেন শাহরুখ।
advertisement
5/6
'পাঠান'-এর হাত ধরে চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্যও। বিশ্বজুড়ে হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি।
advertisement
6/6
আপাতত 'জওয়ান'-এর শ্যুট নিয়ে ব্যস্ত শাহরুখ। আতলি পরিচালিত এই ছবিতে আরও একবার অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে। শাহরুখের সঙ্গে এই ছবিতে দেখা যাবে নয়নতারাকে।