Shah Rukh Khan Mannat: শাহরুখ খানের স্বপ্নের 'মন্নত'-এর আগের মালিক কে জানেন? বাংলোটির আগের নাম কী? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Mannat: শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত। সেই বাড়ির কথা কে না জানে! কিন্তু এই বাড়িটি শাহরুখ কিনেছিলেন অন্য একজনের থেকে। কে তিনি জানেন?
advertisement
1/9

প্রতিদিন বহু ভক্ত এই বাড়ির সামনে ভিড় জমায়! শুধু মাত্র শাহরুখ খানের এক ঝলক দেখার জন্য! তবে জানেন কি, এই 'মন্নত' শাহরুখ কেনার আগে কার ছিল?
advertisement
2/9
বহু সিনেমার শ্যুটিং হয়েছে এই বাড়িতে। এমনকী শাহরুখের নিজের ছবিও আছে এই তালিকায়! শুরুর দিকে ‘সার্কাস’ ও ‘ফৌজি’-র মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন শাহরুখ। তার পর রূপোলি পর্দায় আগমন। আর ফিরে তাকাতে হয়নি বলিউডের বাদশাকে।
advertisement
3/9
শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত। সেই বাড়ির কথা কে না জানে! কিন্তু এই বাড়িটি শাহরুখ কিনেছিলেন অন্য একজনের থেকে। ছয় মহলার বাড়ি শাহরুখ ও গৌরী খানের মন্নত। ওই জায়গার নাম ‘ভিলা ভিয়েনা’ থেকে বদলে ‘জন্নত’ হয়। তার পর শেষে মন্নত।
advertisement
4/9
১৯১৪ সালে নরিম্যান কে দুবাস তৈরি করেছিলেন এই মন্নত। ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কেনেন এই বাড়ি। শোনা যায়, সেই সময়ে ততটা আর্থিক সামর্থ ছিল না শাহরুখের। তবে এক প্রযোজকের কাছ থেকে নাকি বাড়ি কেনার জন্য আগাম টাকা নিয়েছিলেন শাহরুখ। সেই টাকা দিয়েই তিনি ও গৌরী বাড়িটি কেনেন।
advertisement
5/9
তবে সেই সময়ে মন্নত ততটা ভাল পরিস্থিতিতে ছিল না। বাড়িতে অনেক কাজ করাতে হত। সেই সমস্ত কাজ করানোর টাকা ছিল না শাহরুখ ও গৌরীর। তাঁরা একজন ডিজাইনারকে ডেকেছিলেন বটে, কিন্তু তিনি যে খরচ বলেছিলেন তা সেই সময়ে ছিল শাহরুখ ও গৌরীর সাধ্যের বাইরে।
advertisement
6/9
তবে বর্তমানে অবশ্য সবই হয়েছে। এই বাড়িকে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী। মন্নতে রয়েছে একটি ব্যক্তিগত সিনেমাহল। রয়েছে কোয়াটার্স, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান ও প্রচুর ঐতিহ্যশালী জিনিস দিয়ে।
advertisement
7/9
১৩.২৩ কোটি টাকায় মন্নত কিনেছিলেন কিং খান। এখন তার দাম প্রায় ৩০০ কোটি টাকা। ইয়েস বস সিনেমার সময় শাহরুখের এই বাংলো পছন্দ হয়। তিনি ঠিক করেন, এই বাংলো কিনবেন। ২০০১ সালে শাহরুখ খান এই বাংলোটি কেনেন। তিনি একবার বলেছিলেন, কোনওমতেই তিনি মন্নত বিক্রি করবেন না কখনও।
advertisement
8/9
কয়েকদিন আগে জানা গিয়েছিল, ছয়তলা মন্নতে যোগ হবে আরও দু'তলা। তাতে খরচ পড়তে পারে প্রায় ২৫ কোটি টাকা। গত নভেম্বরেই মুম্বই উপকূলীয় পরিচালন সমিতির কাছে অনুমতি চেয়েছিলেন গৌরী।
advertisement
9/9
কারণ, মন্নত মুম্বই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সে কারণে বহিরঙ্গে কোনও রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পান তারকা-পত্নী।