South Indian Actress Priyamani: বিবাহিত আমি, শ্যুটে পরপুরুষকে চুমু খেলে... শাহরুখের নায়িকা এ কী বললেন! তোলপাড় ইন্ডাস্ট্রি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
South Indian Actress Priyamani: ‘জওয়ান’ বা ‘ফ্যামিলি ম্যান’ ছাড়াও বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন প্রিয়ামণি। ‘রাবণ’, ‘রক্ত চরিত্র’, ‘সালাম ভেঙ্কি’, ‘অতীত’-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
1/9

বিদ্যা বালনের তুতো বোন এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা। তবে ‘ফ্যামিলি ম্যান’ ওয়েবসিরিজে অভিনয় করার পর থেকে তিনি আরব সাগরের তীরেও খ্যাতি অর্জন করেছেন অভিনয় দক্ষতার জন্য।
advertisement
2/9
সেই প্রিয়ামণিকে বলিপ্রেমীরা এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ‘ওয়ান টু থ্রি ফোর গেট অন দ্য ডান্স ফ্লোর’ গানে নাচতে দেখেছে। এবার সেই শাহরুখ খানের সঙ্গেই ‘জওয়ান’ ছবিতে কাজ করছেন।
advertisement
3/9
তবে জানেন কি, সেই প্রিয়ামণি এত বছর দক্ষিণের ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ‘নো-কিস’ পলিসিতে। অর্থাৎ পর্দায় কখনও চুম্বন করেননি বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি। তার নেপথ্য কারণ শুনে চমকে গিয়েছেন অনেকেই।
advertisement
4/9
তবে প্রিয়ামণি প্রকাশ্যেই সেই কারণের কথা জানিয়েছেন ভক্তদের। পর্দায় চুমু খেলে স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তাই এই শর্তেই এতদিন অভিনয় করে আসছেন প্রিয়ামণি।
advertisement
5/9
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণে অনেক ছবির সুযোগ হাতছাড়া হয় তাঁর। এমন কোনও অফার এলে সোজাসাপ্টা খারিজ করে দিয়েছেন নায়িকা।
advertisement
6/9
তাঁর দাবি, স্বেচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কেবলমাত্র গালে চুম্বন পর্যন্ত তিনি রাজি হন। এর বেশি কিছু না। তাঁর কথায়, ‘‘আমি স্বচ্ছন্দ নই পর্দায় অন্য পুরুষকে চুম্বন করতে। আমি বিবাহিত। স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।’’
advertisement
7/9
‘‘সেই কাজটি যখন মুক্তি পাবে, আমার ও আমার স্বামীর পরিবার সেটি দেখবে। এটা আমার কাজ ঠিকই। কিন্তু আমার শ্বশুরবাড়ির সকলে ভাবতে পারেন, বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁদের বউমা কেন এসব করছে?’’
advertisement
8/9
২০১৭ সালের ২৩ অগাস্ট মুস্তাফা রাজের সঙ্গে বিয়ে হয়েছে প্রিয়ামণির। ব্যক্তিগত পরিসরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তাঁরা। দম্পতির ছবিতে একে অপরের প্রতি প্রেম, শ্রদ্ধা প্রকাশ পায় বারবার।
advertisement
9/9
‘জওয়ান’ বা ‘ফ্যামিলি ম্যান’ ছাড়াও বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন প্রিয়ামণি। ‘রাবণ’, ‘রক্ত চরিত্র’, ‘সালাম ভেঙ্কি’, ‘অতীত’-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আগামী দিনে অজয় দেবগনের সঙ্গে ‘ময়দান’-এও অভিনয় করবেন তিনি।