TRENDING:

Salim Khan and Javed Akhtar's Split: জাভেদ আখতার ও সেলিম খানের বিচ্ছেদের কারণ কী? মুখ খুললেন শাবানা আজমি

Last Updated:
Salim Khan and Javed Akhtar's Split: আমরা কিন্তু কোনওদিন ঝামেলা করিনি৷ টাকা, ক্রেডিট দেওয়া কোনওকিছু নিয়েই কোনও রকম সমস্যা হয়নি৷ কেবল হঠাৎ করেই আমরা আলাদা হয়ে গেলাম৷’’
advertisement
1/5
জাভেদ আখতার ও সেলিম খানের বিচ্ছেদের কারণ কী? মুখ খুললেন সাবানা আজমি
শোলে, জঞ্জির, দিওয়ার, ডন - একের পর এক ব্লকব্লাস্টার উপহার দিয়েছেন জাভেদ-সালিম জুটি৷ তারপর ১৯৮২ সালে, হঠাৎ করেই এই দুই জুটি ভেঙে গেল৷ এই নিয়ে বিতর্কের শেষ নেই৷ তাঁদের বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানালেন শাবানা হাজমি৷ সেলিম খানের ছেলে, আরবাজ খানের টক শো, 'The Invincibles'-এ শাবানা হাজমি জানালেন, ‘‘কেন যে, শালিম আর জাভেদের বিচ্ছেদ হয়েছিল? আজও জানি না৷’’
advertisement
2/5
বেশ কয়েক বছর আগে জাভেদ আখতার মজো স্টোরিতে দেওয়া এক ইন্টারভিউতে বলেছিলেন, ‘‘দু’জন যখন প্রথম শুরু করেছিলাম, তখন আমরা প্রায় কিছুই ছিলাম না৷ দীর্ঘসময় ধরে আমরা সমুদ্রের ধারে বসতাম৷ চিত্রনাট্য নিয়ে কথা বলতাম৷ প্রথম দিকে আমার একটা পেয়িং গেস্ট ছিল. সেখানে ও আসত৷ সেলিমেরও একটা ছোট ঘর ছিল৷ আমিও ওখানে যেতাম৷ সমস্যা হয়, যখন তুমি বিখ্যাত হতে শুরু করো, তখন কেবল দু’জন নয়, আরও অনেকে জীবনে আসতে থাকে৷ আমাদের মধ্যে অনেকরকম সুপ্ত বাসনা থাকে, তখন সেই গুলোও মাথাচাড়া দেয়৷’’
advertisement
3/5
অবশ্য তিনি স্পষ্ট করেন, টাকাপয়সা ও ক্রেডিট দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনও রকম সমস্যা হয়নি, ‘‘আসলে আপনি যখন নতুন মানুষের সঙ্গে আলাপ করবেন, তখন ধীরে ধীরে আপনিও মানুষটা চেঞ্জ হতে শুরু করবেন৷ আমরা কিন্তু কোনওদিন ঝামেলা করিনি৷ টাকা, ক্রেডিট দেওয়া কোনওকিছু নিয়েই কোনও রকম সমস্যা হয়নি৷ কেবল হঠাৎ করেই আমরা আলাদা হয়ে গেলাম৷’’
advertisement
4/5
‘‘আস্তে আস্তে বুঝতে পারলাম, আমাদের মধ্যে সম্পর্কগুলো আর নেই৷ আমরা সন্ধেবেলায় আর এক সঙ্গে বসি না৷ আমাদের দু’জনারই আলাদা আলাদা বন্ধুদের গ্রুপ তৈরি হয়েছে৷ এই আলাদা হওয়াটা, সম্পর্কের আলগা হয়ে যাওয়াটা কাজে প্রভাব ফেলছিল৷’’
advertisement
5/5
তবে শাবানা হাজমি 'The Invincibles' টক শো তে জাভেদ আখতারের মদ্যপানের আসক্তির কথাও জানিয়েছেন৷ সেই সময়টা কঠিন সময়ের কথাও টক শোতে বলেছেন৷ জাভেদ আখতারের প্রথম স্ত্রী হানি ইরানি ও তাঁদের সন্তান ফারহান আখতার ও জয়া আখতারের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলছিলেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Salim Khan and Javed Akhtar's Split: জাভেদ আখতার ও সেলিম খানের বিচ্ছেদের কারণ কী? মুখ খুললেন শাবানা আজমি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল